মাওবাদি নামাঙ্কিত পোস্টারে এবার আতঙ্ক ছড়ালো জামবনির চিল্কিগড়ে; পড়ুন বিস্তারিত!

কখনও ল্যান্ডমাইন, কখনও তাজা বোমা উদ্ধার ঘিরে এমনিতেই শঙ্কার মেঘ ঘনিয়েছে বেলপাহাড়িতে। পঞ্চায়েত ভোটের আগে বেলপাহাড়ির বিভিন্ন গ্রামে মাওবাদি নামাঙ্কিত পোস্টারেও ছড়িয়েছিল আতঙ্ক। এ বার একই রকম পোস্টার উদ্ধার হল জামবনির চিল্কিগড়ে। উনিশের ভোটের আগে ফের মাও আতঙ্ক ছড়াল জঙ্গলমহলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার জামবনির চিল্কিগড় এলাকায় এ ধরনের অনেকগুলি পোস্টার উদ্ধার হয়েছে। চিল্কিগড় থেকে গিধনি যাওয়ার রাস্তায় মূলত পাওয়া গেছে পোস্টারগুলি।  চিল্কিগড় স্কুলের সামনে জঙ্গল লাগোয়া রাস্তার পাশে গাছের গায়ে সাঁটানো ছিল সেগুলি। পোস্টারগুলিতে সিপিআই-এর নাম করে লাল কালিতে লেখা ছিল, “গরিবের টাকা খাওয়া, মৃত্যুর মুখে যাওয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনা ও নির্মল বাংলা শৌচালয় সঠিক ভাবে কাজ হওয়া চায়…?”
ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর জানিয়েছেন, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
গত মাসেই ল্যান্ডমাইন ঘিরে আতঙ্ক তৈরি হয় মাও-অধ্যুষিত বেলপাহাড়িতে। তরা পর ঝাড়গ্রাম জেলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে নেদাবহড়া গ্রামপঞ্চায়েতের আঁধারীশোল গ্রামের কাছে উদ্ধার হয় চারটি তাজা বোমা।
পঞ্চায়েত ভোটের ঠিক দু’দিন আগে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রামে মাওবাদী পোস্টার নজর কেড়েছিল এলাকার মানুষের। সেই পোস্টারে অশনি সংকেত দেখে লাল সতর্কতা জারি করেছিল প্রশাসন। শালবনিতে মাওবাদীদের নাম না থাকলেও পোস্টারে নিচে রাখা ছিল বুলেট। আবার বেলপাহাড়ির গ্রামে গ্রামে বিভিন্ন বাড়িতে মাওবাদীদের নাম করে সেঁটে দেওয়া পোস্টারে ছিল আদিবাসী সমন্বয় মঞ্চের প্রার্থীদেরই ভোট দেওয়ার ডাক। দিনকয়েক আগে বিজেপির ডাকা বাংলা বনধের দিন লালগড়ের বাজার থেকে উদ্ধার হয় মাওবাদী নামাঙ্কিত পোস্টের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*