‘প্রধানমন্ত্রী আসল হিন্দু নন’- দাবি কপিল সিব্বলের

সোমনাথ মন্দিরে রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন কপিল সিব্বল। ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তিনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী আসল হিন্দু নন। কপিল সিব্বলের কথায়, হিন্দুত্বের সঙ্গে হিন্দুদের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কতবার মোদী মন্দিরে যান? উনি আসল হিন্দু নন। যিনি প্রতিটি ভারতীয়কে নিজের ভাই, বোন বা মা মনে করেন তিনিই প্রকৃত হিন্দু।

দলের সহ সভাপতিকে ধর্ম নিয়ে কটাক্ষের পরদিনেই নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী হিন্দু নন। হিন্দু এবং হিন্দুত্ব নিয়ে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন এই প্রবীন নেতা।সুপ্রিম কোর্টের দুঁদে আইনজীবী কপিল সিব্বলের মতে, মোদি এমনিতে কত ঘনঘন মন্দিরে যান? হিন্দু ভাবধারা উনি ছেড়েই দিয়েছেন। বদলে হিন্দুত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি আরও দাবি করেছেন, হিন্দু ভাবাদর্শের সঙ্গে হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। মোদি প্রকৃত হিন্দুই নন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*