চা পান বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২৩০

চা পান বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২৩০ রান করেছে। এবি ডে ভিলিয়ার্স ৬৫ রান করে আউট হয়ে যান। অভিষেক ম্যাচেই জসপ্রীত বুমরাহ ডে ভিলিয়ার্স কে বোল্ড করে তাঁর টেস্টের প্রথম উইকেটে নিলেন। এছাড়াও অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৬২ রান করেন। তাঁকে আউট করেন হার্দিক পান্ডিয়া। এই ম্যাচে ভারতের সকল পেসাররাই উইকেট পেয়েছেন। অশ্বিনকে সেভাবে বল করতে হয়নি। মাত্র ৫ ওভার বল করেছেন তিনি। ভারতের সবচেয়ে সফল বোলার ভুবনেশ্বর কুমার। তিনি চার উইকেট দখল করেছেন। শামি, পান্ডিয়া এবং বুমরাহ একটি করে উইকেট নেন।

——————————————————

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট শুরু হয়েছে। আজ কেপটাউনে নিউল্যান্ডের মাঠে টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই ভুবনেশ্বর কুমারের দাপটে তাড়াতাড়ি ৩টে উইকেট হারায় ডুপ্লেসিরা। দুই ওপেনার সহ হাসিম আমলাকে আউট করে দেন ভুবনেশ্বর কুমার। তারপর খেলার হাল ধরেন ডে ভিলিয়ার্স। টেস্ট ম্যাচেও তিনি বেশ মারকুটে মেজাজে ব্যাট করে লাঞ্চ পর্যন্ত মাত্র ৬৫ বলে ৫৯ রান করে অপরাজিত আছেন। সাথে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩৭ রানে ব্যাট করছেন।
আজ ভারতীয় দলে অভিষেক হল বোলার জসপ্রীত বুমরাহর। এদিনের ম্যাচে ভারতীয় দল তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নেমেছে। দলে আছেন কোহলি, ধাওয়ান, বিজয়, পুজারা, রোহিত, পান্ডিয়া, ঋদ্ধিমান, অশ্বিন, ভুবনেশ্বর, শামি, বুমরাহ।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*