শেষ টেস্টেও স্মিথদের দাপট অব্যাহত

সিডনিতে অ্যাসেজের শেষ টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ানদের দাপট অব্যাহত। ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ এবং মেলবোর্নের পর এই টেস্টেও স্মিথদের আধিপত্য বজায় রয়েছে। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের শেষে মজবুত অবস্থানে রয়েছে অজিরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৪৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাটিংয়ে করতে নেমে উসমান খাজা ও স্টিভ স্মিথের ব্যাটিংয়ের সৌজন্যে ২ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
উসমান খাজা ২০৪ বলে ৯১ রানে অপরাজিত রয়েছেন। স্মিথ ৮৮ বলে ৪৪ রান করার পথে দ্বিতীয় দ্রুততম ৬ হাজার টেস্ট রানের রেকর্ড গড়েন। ডেভিড ওয়ার্নার ৫৬ রান করেন। এর আগে শুক্রবার ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১১৩ রান তোলে বাকি ৫ উইকেট হারিয়ে। ইংল্যান্ডের হয়ে জো রুট সর্বোচ্চ ৮৩ রান করেন। এছাড়া ডেভিড মালান ৬২, অ্যালেস্টার কুক ৩৯, মঈন আলি ৩০, টম কুরান ৩৯, স্টুয়ার্ট ব্রড ৩১, মার্ক স্টোনম্যান ২৪ এবং জেমস ভিন্সি করেন ২৫ রান। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স সর্বোচ্চ চারটি উইকেট নেন।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*