জাতীয় সঙ্গীত বিতর্কে নতুন সংযোজন হলেন শুটার হীনা সিধু

New Delhi: Indian pistol shooter Heena Sidhu during 10m air pistol event at the Asian Olympic Qualifying Tournament in New Delhi, on Jan 27, 2016. (Photo: IANS)

জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা নিয়ে ভারতের বেশ কিছু ক্রীড়াবিদ, যেমন ক্রিকেটার গৌতম গম্ভীর, প্যারালাম্পিয়ান দিপা মালিক তাদের মতামত দিয়েছেন। এখন নতুন সংযোজন হলেন ভারতের শুটার তারকা হীনা সিধু। তিনি তার অফিসয়াল ট্যুইটারে বলেছেন, জাতীয় সঙ্গীতের সময় যদি কেউ না দাঁড়ায় তাহলে বুঝে নিতে হবে সে তার পপকর্ণ নিয়ে ব্যস্ত, বা ফোনে কারোর সাথে চিট-চ্যাটিং বা জোরে কথা বলাতে ব্যস্ত। আমি খেলোয়াড় হিসাবে নিজেকে খুব সুখী অনুভব করি, আমি কল্পনাও করতে পারি না! জাতীয় সঙ্গীত ছাড়া পদক জেতাও আমার কাছে যেন অর্ধেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*