একশো দিন, একশোটি বাছাই করা খবর

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আমরা আপনাদের কাছে হাজির হয়েছিলাম। নতুন আঙ্গিকে, নতুন উদ্যমে কলকাতা, দেশ এবং বিশ্বের খবর আপনাদের কাছে সঠিকভাবে, সঠিক সময়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছিলাম। দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছিলো আমাদের পথচলা। আর যতটা সম্ভব সর্বোতভাবে তাজা খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ www.rojdin.in ওয়েব পোর্টালের ১০০ দিন পূর্ণ হয়েছে।

আর প্রথম দিন (১৯ সেপ্টেম্বর) থেকে গতকাল (২৭ ডিসেম্বর) পর্যন্ত মোট ১০০ দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর বাছাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। এখন একঝলকে দেখে নেওয়া যাক বাছাই করা একশোটি খবরঃ

১. ১ জানুয়ারি ২০১৮ থেকে বকেয়া ১৫ শতাংশ ডিএ

২০১৯-এর মধ্যে দেওয়া হবে বাকি, আশ্বাস মুখ্যমন্ত্রীর

১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০১৭ নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-এর ১৫ শতাংশ দেওয়ার কথা ঘোষণা করলেন। পাশাপাশি এও জানিয়ে দিলেন ২০১৯ সালের মধ্যে বাকি ডিএ দিয়ে দেওয়া হবে।

২. জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশ

১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার

মহালয়ার পুণ্য তিথিতে জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশিত হলো নজরুল মঞ্চে। দুই স্বনামধন্য শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাত দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ ঘটল জাগোবাংলার শারদ সংখ্যার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, জাগো বাংলা আমাদের কাছে অনেক আবেগ, অনুভূতি, উপলব্ধির বিষয়। যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখন থেকেই আমরা জাগোবাংলা প্রকাশ করি।

৩. রাজ্যে রাস্তা, ফ্লাইওভার, জল প্রকল্পে বরাদ্দ ১২ হাজার কোটি টাকা

২০ সেপ্টেম্বর, বুধবার

বাংলায় আসবে স্বর্ণযুগ। নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেটের বাইরে উন্নয়নখাতে ১২ হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। কোন কোন খাতে এই টাকা খরচ করা হবে তা বিস্তারিতভাবে জানান মুখ্যমন্ত্রী। জোর দেওয়া হবে পরিকাঠামো তৈরিতে। ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ধার্য আর্থিক লক্ষ্যমাত্রা ছাপিয়ে রাজ্য সরকার এই অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার সংস্থান করতে পেরেছে।

৪. রোজদিন-এ এক্সক্লুসিভ মমতাশঙ্কর

২০ সেপ্টেম্বর, বুধবার

অর্থ-যশ-খ্যাতির পিছনে দৌড়ানো উচিত নয়, বলতেন মমতাশঙ্করের বাবা প্রবাদপ্রতিম শিল্পী উদয়শঙ্কর। বাবা উদয়শঙ্করের নৃত্য ঘরানা এবং মা অমলাশঙ্করের শিক্ষণ—এই দুই বিষয়কে ব্যাকরণসম্মতভাবে অনুসরণ করে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে চলেছেন মমতাশঙ্কর। বলেন, বাবা শুধু কোনও নৃত্যশৈলীর সৃষ্টি করে যাননি। উদয়শঙ্কর একটা দর্শনের নাম। একটি পরিপূর্ণ জীবনদর্শন। তাই উদয়নে নাচ শিখে যাঁরা বেরিয়ে যান, তাঁরাও এর টানে বারবার ফিরে আসেন এখানে। দেবীপক্ষ বলে শুধু নয়, উদয়ন মহিলাদের তথা সমাজের যে কোনও বিষয়কেই তুলে ধরে নৃত্যের মাধ্যমে।

 

৫. পাহাড়ে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর, চেয়ারম্যান বিনয় তামাং

২০ সেপ্টেম্বর, বুধবার

পাহাড়ে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জিটিএ থেকে সদস্যরা পদত্যাগ করার ফলে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছিল। তার পরিবর্তে ৯ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হলো। এই বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর-এর চেয়ারম্যান হলেন বিনং তামাং। ভাইস চেয়ারম্যান অনিত থাপা।

৬. বিশ্ববাংলায় বিশ্বকাপ, থিম সং লেখা ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

২০ সেপ্টেম্বর, বুধবার

অনুর্ধ্ব-১৬ বিশ্বকাল উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুরাপিত, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও সহযোগীদের গাওয়া থিম সং-এর সিডির উদ্বোধন হলো নেতাজি ইনডোর স্টেডিয়ামে। ‘সব খেলার সেরা বাংলার তুমি ফুটবল, বাংলার ঘরে ঘরে আছো তুমি ফুটবল’ জনপ্রিয়তা পাবে, এমনই আশা সকলের।

৭. মুকুল রায়কে ৬ বছরের জন্য সাসপেন্ড করল টিএমসি

২৫ সেপ্টেম্বর, সোমবার

মুকুল রায়কে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হলো। যাঁকে পাড়ার লোক চিনত না, তাঁকে ডেকে এনে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ, এমনকী রেলমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৮. সান ফ্রান্সিসকোয় মা দুর্গা

সেপ্টেম্বর‍,২৬ মঙ্গলবার

কলকাতায় ২৬ সেপ্টেম্বর যখন দেবীর বোধন শুরু হচ্ছে, সেখানে গত ২৪ সেপ্টেম্বর মধ্য রাতের মধ্যে সুদূর ক্যালিফোর্ণিয়ার সান ফ্রান্সিসকো শহরে মা দুর্গার বিসর্জন হয়ে গেল। ২৩ ও ২৪ সেপ্টেম্বর এই দুটি দিন প্রহর মেনে দেবীর পুজো করে থাকেন সেখানকার প্রবাসী বাঙালিরা। ছুটির দিন শনিবার ও রবিবার পুজো হওয়াতে সান ফ্রান্সিসকোর বাঙালিরা দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নিতে পেরেছিল সকলের সঙ্গে।

৯. পাহাড়ে জনজীবন স্বাভাবিক

২৭ সেপ্টেম্বর, বুধবার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের অচলাবস্থা কাটাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। গড়া হয়েছে নতুন প্রশাসনিক বোর্ড। বিনয় তামাং-এর নেতৃত্বে এই বোর্ড দায়িত্ব নিয়েছে । আর তাতেই স্বাভাবিক হয় পাহাড়।

১০. প্রকাশিত হলো কলকাতা পুরশ্রী-র শারদীয়া ১৪২৪

২৭ সেপ্টেম্বর, বুধবার

প্রকাশিত হলো কলকাতা পুরশ্রী-র শারদীয়া সংখ্যা ১৪২৪। অন্য বছরের মতো এই বছরেও পত্রিকাটি প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার।

১১. জীবনের অভিমুখ থিয়েটারের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন

সেপ্টেম্বর, ২৮ বৃহষ্পতিবার

দ্বিজেন বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলার থিয়েটার তথা বাংলার চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র। বড়ো পর্দা, ছোটো পর্দা, মঞ্চ—সবেতেই ছিল তাঁর ব্যতিক্রমী উপস্থিতি। চলে গেলেন উৎসবের সময়। উৎসবের সব রঙকে ফিকে করে দিয়ে, সব আলোকে ম্লান করে দিয়ে।

১২. বিশ্ববাংলা শারদ সম্মান ২০১৭

সেপ্টেম্বর, ২৮ বৃহষ্পতিবার

বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার প্রবর্তন করেছে রাজ্য সরকার। শারদোৎসব বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পীদের নিত্যনতুন সৃজনশীলতা এবং আপামর জনসাধারণের অংশগ্রহণের শারদোৎসব বাংলার সংস্কৃতিকে আরও বৈচিত্র্যপূর্ণ, বর্ণময় ও নান্দনিক করে তুলেছে।

১৩. আবুধাবিতে মা-কে বরণ ও সিঁদুর খেলা

সেপ্টেম্বর,৩০ শনিবার

 

আজ বিজয়া দশমী। নিয়ম মেনে ঘট বিসর্জন, মা-কে বরণ, সিঁদুরখেলা সবই হলো আবুধাবিতে।

আয়ারল্যাণ্ডেও মহাসমারোহে পালিত হচ্ছে দুর্গাপুজো। ভক্তি, নিষ্ঠা, উৎসাহ, উদ্দীপনায় কোনও অংশে কম যায় না এই পুজো।

১৪. লাস ভেগাসে কনসার্ট চলাকালীন এলোপাথাড়ি গুলি

অক্টোবর,২ সোমবার

আমেরিকার লাস ভেগাসে কনসার্ট চলাকালীন এলোপাথাড়ি গুলি, সূত্রের খবর মৃত অন্ততপক্ষে ৫০ জন।

১৫. বিসর্জনেও মমতার ইউনিক আইডিয়া

অক্টোবর,৩ মঙ্গলবার

২০১৬ সালেই মমতা ব্যানার্জি দুর্গাপুজোর বিসর্জন শোভাযাত্রা নিয়ে ইউনিক আইডিয়া দেখিয়েছিলেন। মঙ্গলবার দ্বিতীয় বছরের জন্য সেটি হলো। কাকে বলে আইডিয়া! ঠিক পাঁচটায় একটার পর একটা ক্লাবের প্রতিমা এক জায়গায় বসে দেখলেন ৫০ হাজারের বেশি মানুষ। টিভি, ওয়েব কাস্টিং-এ দেখলেন এক কোটির বেশি মানুষ। সব ঘরের টিভিতেই চলছিল কার্নিভাল। তার সঙ্গে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬. সন্ত্রাসের আবহ উদ্বিগ্ন করে সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যকে

অক্টোবর, ৪ বুধবার

শ্রীকান্ত আচার্য রোজদিন-কে বলেন, উৎসব আনন্দের, একথা ঠিক, কিন্তু সাম্প্রদায়িকতা বা সন্ত্রাস আমাদের কপালে ফেলে চিন্তার ভাঁজ। এখন আমাদের ছেলে-মেয়েরা বাইরে বেরোলে আশঙ্কায় ভুগি। এই শঙ্কা শুধু বাংলা বা ভারতের নয়। সারা বিশ্বেই দেখা যাচ্ছে এক ভীষণ ক্রাইসিস। পৃথিবীর যেন এক গভীর অসুখ। পাশাপাশি দেশে বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতিও পীড়া দেয় শ্রীকান্তকে। তাই তো বলেন, উৎসবের আনন্দ অনেকটা ফিকে হয়ে যায় এর জন্য। এ বছর পুজোর গানের কোনও অ্যালবাম বের করেননি তিনি। পুজোর আগে একান্ত সাক্ষাৎকারে রোজদিন-কে শ্রীকান্ত আচার্য বলেন, ছায়াছবির গান ছাড়াও বাংলা আধুনিক গানের যে জনপ্রিয়তা ছিল, তা সংকটের মুখে।

১৭. রুপোলি পর্দার তিন কন্যার লক্ষ্মীপুজো

অক্টোবর,৫ বৃহষ্পতিবার

শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। তাঁদের গৃহে যেন জনম জনম বিরাজ করেন মা লক্ষ্মী। এই প্রার্থনা নিয়েই প্রতি বছর কোজাগরী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর আরাধনা করেন গৃহলক্ষ্মীরা। রোজদিন-এর তরফ থেকে আমরা তিন সেলিব্রিটি শতাব্দী রায়, ইন্দ্রাণী হালদার এবং অপরাজিতা আঢ্যর বাড়িতে গিয়েছিলাম লক্ষ্মীপুজোর দিন তাঁরা কেমনভাবে কাটান তা দেখতে।

১৮. সুদীপ-নয়নার লক্ষ্মীপুজো

অক্টোবর,৬ শুক্রবার

সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রতি বারের মতো এবার‍ও পালিত হলো লক্ষ্মীপুজো। তারই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো।

১৯. প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে ‘প্রথম নাগরিক’

অক্টোবর,৭ শনিবার

‘আটর্স একর’ প্রেক্ষাগৃহে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে লেখা ‘প্রথম নাগরিক’ প্রকাশিত হলো। বইটি লিখেছেন বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়।

২০. অমিত পুত্রের অমিত দুর্নীতি

অক্টোবর,৮ রবিবার

অমিত শাহ-র পুত্র জয় শাহ এখন সংবাদের শিরোনামে। নিজের ব্যবসায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাভের অঙ্ক যে মোটা করেছেন তা তথ্যের পরিসংখ্যানই বলে দিচ্ছে। দ্য ওয়ার ওয়েবসাইট-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালে অমিত শাহ-র পুত্র জয় শাহ টেম্পল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি খোলে। ২০১৩-১৪ অবধি এই কোম্পানির টার্নওভার ছিল ৬ হাজার টাকা। ২০১৪ সালে জয়ের বিয়েতে আসেন নরেন্দ্র মোদী-সহ হেভিওয়েট নেতারা। তারপর থেকেই চড়চড় করে বাড়তে থাকে জয়ের ব্যবসায়ের লাভের অঙ্ক। তিন বছর ১৬ হাজার গুণ ব্যবসা বেড়ে এটি হয় ৮০ কোটি টাকা।

২১. বিশ্ববাংলা শারদ সম্মান

অক্টোবর, ১২ বৃহষ্পতিবার

নজরুল মঞ্চে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পরিবেশ, সেরা সাবেকি, সেরা ট্যাবলো-সহ ৮টি বিভাগে বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত করা হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলা যা পারে তা অন্য কেউ পারে না। মহারাষ্ট্র মহরম ও গণপতি পুজো একসঙ্গে করে দেখাতে পারবে না। বাংলা সব পারে। বাংলা করে দেখিয়েছে। অনেক চক্রান্ত করা হয়েছে তাও শান্তিতে আমরা উৎসব কাটিয়েছি। পুজো কমিটিগুলিকে ধন্যবাদ।

২২. পাহাড়ে গুরুংপন্থীদের গুলিতে নিহত পুলিশ অফিসার, আহত ২

অক্টোবর, ১৩ শুক্রবার

দার্জিলিং-এ বিমল গুরুংপন্থীরা অশান্তি ও হিংসার মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। গুরুংকে ধরার সবরকম চেষ্টা করছে রাজ্য পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে গুরুংকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত হলেন পুলিশ অফিসার অমিতাভ মালিক। পুলিশের দাবি গুরুংপন্থীদের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে অমিতাভর। আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী।

২৩. বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

অক্টোবর, ১৩ শুক্রবার

নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, শুধু বাংলার মুকুটে নয়, সারা ভারতে নব পালক যোগ হলো। তিন হাজারের বেশি মানুষ এই কনভেনশন সেন্টারে বসতে পারবেন। তার সঙ্গে থাকছে ব্যাঙ্কোয়েট হল, ১০০ রুমের ফাইভ স্টার হোটেল, সেমিনার রুম।

২৪. অমিতাভ মালিককে স্মরণ মমতা ব্যানার্জির

১৫অক্টোবর, রবিবার

কালও তাঁর দেহে ছিল

অফুরন্ত প্রাণের স্পন্দন

আর আজ?

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে

নিভে গেল দিয়া

নিস্তব্ধ হল প্রাণ

পরিণত হল জীবন

এক মর্মান্তিক কফিনে।

শোক এলো সকালে

এক কাপ চায়ের সাথে।

ব্রেকফাস্টও খাওয়া হয়নি

কাজের দায়িত্বে।

সব ছেড়ে চলে গেল গভীরতায়।

কর্তব্য? পাথরের পাহাড়ে নিঃশেষিত।

সাক্ষী থাকল কাঞ্চনজঙ্ঘা

সব দেখল, সহ্য করল

এক সময় থেমে গেল।

কেন এত রক্ত?

কেন এত লোভ

কেন এ সন্ত্রাস? সন্ত্রাসি?

মায়ের আঁচল খালি হয়ে গেল।

নব যৌবন সাথী সব হারাল

কাঞ্চনজঙ্ঘা, তুমি কি কিছু হারালে?

হ্যাঁ! অবিশ্বাস্য মানবিকতা।

২৫. মা ও অপুষ্টিজনিত শিশুদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের

অক্টোবর, ১৬ সোমবার

এক বছর ধরে ১১ হাজার মা ও অপুষ্টিজনিত শিশুকে প্রতি মাসে ৯ কেজি করে ফুড প্যাকেজ দেওয়ার উদ্যোগ নিয়েছে খাদ্য দফতর। তাতে চাল, গম বা আটা, সয়াবিন ইত্যাদি থাকবে। প্রতি বছর নতুন করে ১১,০০০ এরকম মা ও শিশুকে এই ফুড প্যাকেজ দেবে খাদ্য দফতর সম্পূর্ণ বিনামূল্যে।

২৬. পাহাড়ে বরাদ্দ ৫০০ কোটি টাকা

অক্টোবর,১৭ মঙ্গলবার

পাহাড়ের উন্নয়নে ৫০০ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য। পাহাড়ে বাড়ছে রাজ্য পুলিশের সংখ্যাও। পাহাড় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রাজ্যের অর্থ বরাদ্দে খুশি জি.টি.এ বোর্ড। এই টাকায় পরিকাঠামো এবং অন্যান্য উন্নয়ণমূলক কাজ করা হবে। পাহাড়ের ঘরে ঘরে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। ১০৪ দিনের বন্ধে পাহাড়ে ক্ষতি হয়েছে প্রচুর। রাজ্য সরকারের বরাদ্দ অর্থে সেই ক্ষয় ক্ষতিও পূরণ করা হবে।

২৭. সলমানের দিওয়ালি পার্টিতে শাহরুখ

অক্টোবর, ১৯ বৃহষ্পতিবার

ভাইজানের দিওয়ালি পার্টি বলে কথা, তারকা সমাবেশ যে হবেই তা জানা কথা। বুধবার রাতে সলমানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসেছিল চাঁদের হাট। বলিউডের তাবড় তারকারা হাজির হয়েছিলেন। তবে সবথেকে বেশি যিনি নজর কাড়লেন তিনি আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান। সলমানের সঙ্গে তাঁর দুশমনি নিয়ে নানা কথা প্রচলিত আছে, সেই সলমানের দিওয়ালি পার্টিতে হাজির হয়ে তিনি কার্যত নিন্দুকদের মুখে ছাই চাপা দিলেন।

২৮. প্রয়াত হলেন রানি মুখোপাধ্যায়ের বাবা

অক্টোবর, ২২ রবিবার

৮৪ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বাবা এবং পরিচালক, প্রযোজক রাম মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মারা যান রাম মুখোপাধ্যায়।

২৯. ঢাকায় এশিয়া কাপ হকিতে জিতলো ভারত

অক্টোবর, ২২ রবিবার

প্রত্যাশামতোই ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ান হলো। ঢাকায় এশিয়া কাপ ফাইনালে ভারত মালয়েশিয়াকে ২-১ গোলে পরাস্ত করে। ভারতের হয়ে গোল গুলি করেন রামনদীপ সিংহ এবং ললিত উপাধ্যায় যথাক্রমে ৩মিনিট এবং ২৯মিনিটের মাথায়।

৩০. জাপানের প্রধানমন্ত্রী হলেন শিনজো আবে

অক্টোবর,২৩ সোমবার

জাপানের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবে বিপুল ভোটে জয়লাভ করেন। আবের ক্ষমতাসীন জোট সংসদ ৪৬৫ টি আসনের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে। রোববারের ভোটের পর সংবাদ সম্মেলনে আবে বলেন, “জাপানের জনগণের শক্তিশালী সমর্থন আমরা অর্জন করতে পেরেছি, আমাদের লক্ষ্যকে অতিক্রম করে গেছি”।

৩১. নবরূপে সজ্জিত ভগিনী নিবেদিতার বাসভবনের দ্বারোদঘাটন করলেন মমতা

অক্টোবর,২৩ সোমবার

ভগিনী নিবেদিতা জন্মের সার্ধশতবর্ষ পালিত হচ্ছে সর্বত্র। লন্ডনে এই উৎসব পালনের জন্য অতিথি হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রামকৃষ্ণ মিশন ও মঠ প্রথা ভেঙে নিবেদিতার জন্মসার্ধশতবর্ষ পালন করছে। বাগবাজারে নিবদিতার বাড়ি সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছিল। উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার ২৩ অক্টোবর নবরূপে সজ্জিত ভগিনী নিবেদিতার বাসভবনের দ্বারোদঘাটন করলেন মমতা ব্যানার্জি।

৩২. ফিফার বর্ষসেরা রোনাল্ডো

অক্টোবর,২৪ মঙ্গলবার

লিওনেল মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টানা দু’‌বার বর্ষসেরা ফুটবলার হলেন তিনি। রিয়েল মাদ্রিদকে টানা দু’‌বার লা–লিগা জিতিয়েছেন। দেশের হয়ে জিতেছেন ইউরো কাপ।

৩৩. ধ্রুপদি সংগীতশিল্পী গিরিজা দেবীর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

অক্টোবর,২৪ মঙ্গলবার

সেনিয়া ও বেনারস ঘরানার ধ্রুপদি হিন্দুস্তানি সংগীতশিল্পী গিরিজা দেবী প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার রাত পৌনে ন’টা নাগাদ কলকাতার বি.এম.বিড়লা নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

৩৪. প্লেগের মহামারীতে মাদাগাস্কার আক্রান্ত

অক্টোবর, ২৫ বুধবার

প্লেগের মহামারীতে মাদাগাস্কারে মৃতের সংখ্যা ১২৪এ পৌঁছেছে। আগস্ট মাসের পর থেকে এই মহামারী ভারতীয় মহাসাগরের এই দ্বীপটিতে ভীষণ আতঙ্ক সৃষ্টি করেছে, যা রাজধানী আন্তনানারিভো এবং অন্যান্য শহরে ছড়িয়েছে। মোট ১১৩৩ জন মানুষ সংক্রমিত হয়েছে।

৩৫. ডি’লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী

অক্টোবর, ২৫ বুধবার

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি’লিট সম্মানে সম্মানিত হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় নতুন বছরের ১১ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠানে ডি’লিট সম্মানে সম্মানিত করা হবে মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি’লিট সম্মান গ্রহনে সম্মতি জানিয়েছেন ।

৩৬. মা হলেন আসিন

অক্টোবর, ২৬ বৃহষ্পতিবার

চুপিসারেই মা হলেন আসিন। সোহা আলি খান, এষা দেওলরা যখন ট্যুইটার ইনস্টাগ্রামে নিজেদের মাতৃত্বের খবর প্রকাশ করেছেন আসিন চুপ ছিলেন। মাঝে একবার খবরে এসেছিলেন বটে কিন্তু বাড়তি কোনও উৎসাহ তাঁর তরফে দেখা যায়নি। বুধবার সকালে কন্যাসন্তানের জন্ম দিলেন আসিন।

৩৭ . ইন্দোনেশিয়ায় আতসবাজি তৈরির ফ্যাক্টরিতে বিস্ফোরণ, ৪৬ জন নিহত

অক্টোবর, ২৬ বৃহষ্পতিবার

 

ইন্দোনেশিয়ায় আতসবাজি তৈরির ফ্যাক্সরিতে বিস্ফোরণ হয়। যার ফলে ৪৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে ফ্যাক্টরির এই ইউনিটটি রাজধানী জাকার্তা থেকে অনেক দূরে। ট্যাঙ্গারের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-এর এই ইউনিটের ভেতর বোমা বিস্ফোরণ হয়।

৩৮. রঙীন আল্পনায় সাজলো যুবভারতী ক্রীড়াঙ্গন

অক্টোবর,২৭ শুক্রবার

বিশ্বকাপ ফাইনালের আগে রঙীন আল্পনায় সাজলো বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

৩৯. শুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ পেলেন আমনপ্রীত

অক্টোবর,২৮ শনিবার

নিউ দিল্লীতে অনুষ্ঠিত শুক্রবার আইএসএসএফ বিশ্বকাপের ফাইনালে ভারতের আমনপ্রীত সিংহ ব্রোঞ্জ পদক পেলেন। ৫০ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে আমনপ্রীতের স্কোর ২০২.২। এই ইভেন্টে সোনা জেতেন সার্বিয়ার মাইকেক দামির। দামিরের স্কোর ২২৯.৩। রূপো জেতেন ইউক্রেনের ওমেলচুক ওলে।

৪০. অনূর্দ্ধ ১৭- বিশ্বকাপ চ্যাম্পিয়ান হল ইংল্যান্ড

অক্টোবর,২৮ শনিবার

স্পেনের থেকে ২-০ পিছিয়ে থেকেও দুর্দান্ত ভাবে ফিরে এলো ইংল্যান্ড যুব টিম। শেষ পর্যন্ত ৫-২ গোলে স্পেনকে পরাস্ত করে অনূর্দ্ধ ১৭- বিশ্বকাপ চ্যাম্পিয়ান হলো।

৪১. মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-মুকেশ আম্বানি বৈঠক

অক্টোবর, ৩১মঙ্গলবার

বাংলায় আরও বিনিয়োগ টানার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে মুম্বাই পৌঁছন। বিভিন্ন বণিক সভা ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ধ্যায় তিনি আলটামাউন্ড রোডে মুকেশ আম্বানির বাড়ি ‘অ্যান্টিলিয়া’-তে যান। বাংলায় বিনিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেন। মুকেশ আম্বানির বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, মুকেশ আম্বানি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি এসেছি। এটা একটা সৌজন্য সাক্ষাৎকার।

৪২. শেষ টি-২০ ম্যাচ খেলে নেহেরার অবসর

১ নভেম্বর, বুধবার

অবসর নিলেন ভারতের বর্ষীয়ান পেস বোলার আশীষ নেহরা। বুধবার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তিনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নেহরা দীর্ঘদিন ধরে আছেন। তার ২০ বছরের ক্রিকেট কেরিয়ার চোট-আঘাতেই বেশি কেটেছে। অবশেষে তিনি তার নিজের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে বিদায় নিলেন।

৪৩. বাংলা কীভাবে বদলে গেছে এসে দেখুন : মমতা ব্যানার্জি

২ নভেম্বর, বৃহষ্পতিবার

তিন দিনের মুম্বাই সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাণিজ্যনগরীতে বাণিজ্যের সন্ধানে। দুটি গুরুত্বপূর্ণ পূর্বনির্ধারিত বৈঠক ছিল মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলে। রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে সজ্জন জিন্দাল এবং মুখ্যমন্ত্রী দু-জনে প্রধান ভূমিকা নিলেও ছিলেন আরও অনেক নবীন-প্রবীণ উদ্যোগপতি।শিল্পপতিদের তিনি বলেন, বাংলা কীভাবে বদলে গেছে বাংলায় এসে দেখুন। আমি বলবো না। আপনারাই এসে দেখতে পাবেন। যতটুকু করতে পারবো তাই-ই বলবো। মিথ্যা প্রতিশ্রুতি আমি দিই না। বৈঠকে মুখ্যমন্ত্রী শিল্পপতি এবং ব্যাঙ্কারসদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানান। বলেন, আসুন বাংলায়। সরকার আছে আপনাদের পাশে।

৪৪. উচাঁহারে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬

২ নভেম্বর, বৃহষ্পতিবার

উত্তরপ্রদেশের রায়বেরেলির উচাঁহারে এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো ২৬ জনের। জখম হয়েছেন বহু শ্রমিক।

৪৫. জিন্দলের সঙ্গে আলোচনা অত্যন্ত ভালো ও ফলপ্রসূ হয়েছে: মমতা

২ নভেম্বর, বৃহষ্পতিবার

শিল্পপতি জিন্দালের বাড়িতে বৈঠকের পর ট্রাইডেন্ট হোটেলে ফিরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, আলোচনা অত্যন্ত ভালো ও ফলপ্রসূ হয়েছে। জানুয়ারি মাসে শালবনিতে কারখানার উদ্বোধন হবে।

৪৬. রাজারহাটে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ৭১ কোটি টাকা দিচ্ছে ফিফা, আয়োজনের প্রশংসা করে চিঠি দিল ফিফা

৪ নভেম্বর, শনিবার

বাংলার আতিথেয়তায় মুগ্ধ ফিফা চিঠি পাঠালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ১১ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে ফিফা। শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে একথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। ফাইনাল সহ যে কটি ম্যাচ যুবভারতীতে হয়েছে, তার জন্যও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ফুটবলের উন্নতির জন্য যেকোনোও সাহায্যে সব সময় পাশে থাকবে ফিফা, এটাও জানিয়েছেন।

৪৭. বিপর্যস্ত চেন্নাইয়ের জনজীবন

৪ নভেম্বর, শনিবার

অবিরাম বৃষ্টির জেরে কার্যত থমথমে চেন্নাইয়ের জনজীবন। বৃহষ্পতিবার থেকে লাগাতার বৃষ্টির জেরে এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারী সূত্রে খবর। সান্থম হাই রোড, জি এন ছেত্রী রোড, জি পি রোড- এর মতো অসংখ্য রাস্তায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক রাস্তায় জল জমে থাকার কারনে বন্ধ যান চলাচল।

৪৮. ভারতের মেয়ে হকি দল এশিয়া কাপ চ্যাম্পিয়ান

৫ নভেম্বর, রবিবার

আজ ভারতের মহিলা হকি দল জাপানের কাকামিগাহারা কাওয়াসাকি স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনালে চিন কে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পরে দুই দলের ১-১ অবস্থায় ছিলো। খেলা সাডেন ডেথে গড়ায়, টানটান উত্তেজনার লড়াইয়ে ভারত চিনকে ৫-৪ গোলে হারিয়ে দেয়। এবং দ্বিতীয় বার এই খেতাব অর্জন করে। এর আগে ২০০৪ সালে নিউ দিল্লীতে ভারত জাপানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল। এশিয়া কাপ চ্যাম্পিয়ান হওয়ায় ভারতের মেয়ে দল আগামী বছর সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো।

৪৯. টেক্সাসের একটি চার্চে ফায়ারিং-এ ২৬ জনের মৃত্যু

৬ নভেম্বর, সোমবার

রবিবার দক্ষিন টেক্সাসের একটি চার্চে প্রার্থনার সময় একজন বন্দুকধারী চার্চে প্রবেশ করে গুলি চালায়। এখানে স্থানীয় প্রশাসন জানিয়েছে, কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে এবং কিছু জন আহত হয়েছে।

৫০. অভিষেকের জন্মদিনে কালীঘাটের বাড়িতে শুভানুধ্যায়ীদের ঢল

৭ নভেম্বর, মঙ্গলবার

আজ ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছেন বহু শুভানুধ্যায়ী।

৫১. নোটবন্দির বিরুদ্ধে রাজ্য জুড়ে কালা দিবস পালন তৃণমূল কংগ্রেসের

৮ নভেম্বর, বুধবার

পূর্ব নির্ধারিত ৮ নভেম্বর রাজ্য জুড়ে ‘কালা দিবস’ পালন করছে তৃণমূল কংগ্রেস। নোটবন্দির বিরুদ্ধে এই কালা দিবস। ২০১৬ সালে ৮ নভেম্বর নোটবন্দি করেছিল কেন্দ্রের মোদী সরকার। তার বিরুদ্ধে প্রথম সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। নোটবন্দির ফলে তীব্র সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ।

৫২. কোলকাতায় চালু হতে চলেছে ভাসমান বাজার

৮ নভেম্বর, বুধবার

ব্যাঙ্কক, সিঙ্গাপুর, শ্রীনগরের পর এবার শহর কোলকাতা। হ্যাঁ, খোদ কোলকাতাতেই এবার চালু হতে চলেছে ভাসমান বাজার। সত্যি, পশ্চিমবঙ্গ সরকারের এ এক অভিনব প্রয়াস। কেএমডিএর প্রচেষ্টায় ইএম বাইপাসের কাছে খুব শীঘ্রই চালু হতে চলেছে এই ভাসমান বাজার। প্রায় ৯ কোটি টাকা খরচ করে গড়িয়ার পাটুলির কাছে একটি জলাশয়ের উপরে গড়ে তোলা হবে এই বিশেষ বাজার।

৫৩. সন্ন্যাসিনী ধর্ষণকান্ডে নজরুলের যাবজ্জীবন কারাদন্ডে খুশি ভ্যাটিক্যান ফোন করলেন মমতাকে

৮ নভেম্বর, বুধবার

রানাঘাটে সন্ন্যাসিনী ধর্ষণ কান্ডে দোষী সাব্যস্ত নজরুলের যাবজ্জীবন সাজা ঘোষনা করল কোলকাতা নগর দায়রা আদালত। বাকী ৫ অপরাধীর দশ বছরের জেল হয়েছে। আদালতের এবং পুলিশি তদন্তে খুশি ভ্যাটিক্যান সিটি। ভ্যাটিক্যান সিটির ভারতের সুপিরিওর জেনারেল মনিকা জোশেফ ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। সন্ন্যাসিনীর প্রতি নিরপেক্ষ ন্যায়বিচারের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

৫৪. দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় করতে চালু হল বন্ধন এক্সপ্রেস

৯ নভেম্বর, বৃহষ্পতিবার

বৃহস্পতিবার ৯ই নভেম্বর, ২০১৭ বেলা ১১টায় বন্ধন এক্সপ্রেসের শুভ সূচনা হলো। ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন আরো সুদৃঢ় করলো এই বন্ধন এক্সপ্রেস। একযোগে উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলো।

৫৫. মমতা বন্দোপাধ্যায়ের পথেই হাঁটলেন বিরোধীরা

৯ নভেম্বর, বৃহষ্পতিবার

আহ্বান জানিয়েছিলেন তিনি আর সাড়া দিলেন অন্যান্য বিরোধীদলের নেতা-মন্ত্রীরা। বুধবার নোট বাতিলের বর্ষপূর্তির দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলি। প্রথম দিন থেকেই নোট বাতিল প্রসঙ্গে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নরমে-গরমে কেন্দ্রের সরকারকে বুঝিয়ে দিয়েছিলেন এই ধ্বংসাত্মক সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি। বহু ঘাত প্রতিঘাত উপেক্ষা করেও মুখ্যমন্ত্রী নোট বাতিলের বর্ষপূর্তির দিনেও তাঁর সিদ্ধান্তে অচল। গত সোমবারই ট্যুইটারের মাধ্যমে দেশবাসীর কাছে ৮ই নভেম্বর দিনটাকে কালা দিবস হিসাবে পালন করার আর্জি জানান মমতা ব্যানার্জি। পরে মঙ্গলবারও সোশ্যাল মিডিয়ায় নোট বাতিলের বিরুদ্ধে সরব হন তিনি। নোট বন্দির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিজের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কালো করে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর আবেদনে সাড়া দিয়ে একই রাস্তায় হাঁটলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের বহুল চর্চিত সাংসদ শশী থারুরও।

৫৬. আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট কলকাতায়

১০ই নভেম্বর, শুক্রবার

১০ই নভেম্বর, শুক্রবার থেকে শুরু হলো এবছরের ২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ থেকে ১৭ই নভেম্বর অর্থাত শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার অবধি একসপ্তাহ ব্যাপী চললো সিনেমার প্রদর্শনী। রাজ্যের ১২টি সিনেমা হলে দেখানো হলো মোট ১৪৩টি ছবি। ছিল ৮৭টি স্বল্প দৈর্ঘ্যের ছবি ও ৫১টি তথ্যচিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিগ বি অমিতাভ বচ্চন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউড বাদশা তথা বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, বিশিষ্ট চিত্রতারকা কামাল হাসান। অনুষ্ঠানে অংশ নেন চিত্র নির্মাতা মাইকেল উইন্টারবটম ও মহেশ ভটের মতো চিত্র পরিচালক। পাশাপাশি অনান্য বিশিষ্টজনদের মধ্যে মঞ্চ অলঙ্কৃত করেন কাজল ও সঙ্গীত শিল্পী কুমার শানুও।

৫৭. মালদা ও বালুরঘাটে তৈরী হবে এয়ারপোর্ট

৯ নভেম্বর, বৃহষ্পতিবার

পুরুলিয়া ছাড়া মালদা ও বালুরঘাটে অবিলম্বে এয়ারপোর্ট তৈরীর কাজ শুরু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৩টি বিমানবন্দরকেই নতুন আঙ্গিকে তৈরী করবে পিডব্লুডি। খরচ হবে আনুমানিক ৩ থেকে ৪ কোটি টাকা। পরিকাঠামোকে মজবুত করতেই এই উদ্দ্যোগ বলে জানা গিয়েছে। বিমানবন্দর গুলি থেকে ছোটো বিমান চলবে বলে জানা গিয়েছে।

৫৮. ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার মিলখা সিং-এর জীবনাবসান

১০ নভেম্বর, শুক্রবার

ভারতের প্রাক্তন ক্রিকেটার মিলখা সিং ৭৫ বছর বয়সে পরোলোক গমণ করেন। বাঁহাতি ব্যাটসম্যান এবং দুর্দান্ত ফিল্ডার হিসাবে তার নামডাক ছিলো। উনি রঞ্জি অভিষেক করেন ১৭ বছর বয়সে এবং প্রথম টেস্ট ক্রিকেট খেলেন ১৮ বছর বয়সে।শুক্রবার হাসপাতালে উনি হার্ট অ্যাটাকে মারা যান।

৫৯. যাত্রীর সঙ্গে অশালীন আচরণ, প্রকাশ্যে এল এয়ার এশিয়ার নাম

১১ নভেম্বর, শনিবার

যাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ইন্ডিগোর পর এবার প্রকাশ্যে এল বিমান সংস্থা এয়ার এশিয়ার নাম।সংস্থার ৩ কর্মীর বিরুদ্ধে এবার শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগকারিণী ২৮ বছরের এক যুবতী বলে জানা গিয়েছে। অভিযুক্ত ৩ কর্মীর নাম সন্মিত কারান্ডিকর, কাইজার সান্তোকে ও জীতিন রবীন্দ্রন। জোর করে আটকে রাখা, যৌন নিগ্রহ ও মহিলার শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে ৩ কর্মীর বিরুদ্ধে।

৬০. মমতার হাত ধরে লন্ডনে ঐতিহাসিক মুহুর্ত, নিবেদিতার বাড়িতে বসলো হেরিটেজ ফলক

১৩ নভেম্বর, সোমবার

লন্ডনের মাটিতে ভারতীয় সময় রাত ১০টায় শুরু হলো অনুষ্ঠান। ভগিনী নিবেদিতার উইম্বলডনের হাই স্টেটের বাড়িতে নীল ফলক বা ব্লু প্লাক লাগানোর প্রক্রিয়া শুরু হলো। ভারতবর্ষের আসার আগে মার্গারেট নোবেল এই ২১নং হাই স্টেটের বাড়িতে সপরিবারে বাস করতেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত ধরে সেই বাড়ি হেরিটেজ তকমা পেলো। অনুষ্ঠানে আবেগতাড়িত মুখ্যমন্ত্রী বলেন, দ্রিদ্র মানুষের সেবায় নিবেদিতার অবদান মানুষ সারাজীবন মনে রেখে দেবেন। বাংলাতেও নিবেদিতার স্মৃতি রক্ষায় সরকার বিভিন্ন রকম কর্মসূচী নিচ্ছে তার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

৬১. মরক্কো ও তিউনিশিয়া রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো

১৩ নভেম্বর, সোমবার

আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো মরক্কো এবং তিউনিশিয়া। উওর আফ্রিকার দেশ মরক্কো গতকাল গ্রুপ সি তে আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ খেলার চান্স পায়। ১৯৯৮ সালের পর মরক্কো বিশ্বকাপে খেলার সুযোগ পেলো।
অন্যদিকে আফ্রিকার আরেকটি দেশ তিউনিশিয়াও ২০০৬ সালের পর রাশিয়া বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেলো। যদিও তিউনিশিয়া লিবিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে। তাতেও তাদের বিশ্বকাপে যাওয়া আটকায়নি।

৬২. বাংলা বদলে গেছে, আপনারা এসে দেখুন, লন্ডনে শিল্পপতিদের বললেন মুখ্যমন্ত্রী

১৪ নভেম্বর, মঙ্গলবার

বিনিয়োগ আনতে লন্ডনে লক্ষ্মী মিত্তলের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রী লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে FICCI-UKIBC র প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। ব্রিটেনের শিল্পপতিদের কলকাতায় আসার আহ্বান জানান। শিল্পপতিদের বললেন মুখ্যমন্ত্রী, বাংলা বদলে গেছে, আপনারা এসে দেখুন. ঐ বৈঠক অত্যন্ত সফল হয়েছে বলে জানা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র।

৬৩. প্রয়াত মান্নান হোসেন

১৪ নভেম্বর, মঙ্গলবার

প্রয়াত হলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মান্নান হোসেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। প্রসঙ্গত, কিছুদিন আগে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। সপ্তাহ দুয়েক আগে আবারও অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করানো হয় কলকাতার এক বেসরকারী নার্সিংহোমে। জানা যায়, দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল মান্নান হোসেনের।

৬৪. সব প্রতীক্ষার অবসান, রসগোল্লা থাকবে বাংলারই

১৪ নভেম্বর, মঙ্গলবার

রসগোল্লা কার? বাংলা নাকি ওড়িশ্যার? দীর্ঘ প্রতিক্ষার পর মিলল উত্তর। বহুদিনের দড়ি টানাটানি খেলায় জয় হল বাংলারই। ওড়িশাকে হারিয়ে, রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন পেল পশ্চিমবঙ্গ। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জানায়, রসগোল্লা বাংলার নিজস্ব উৎপাদন। মিষ্টির এই অধিকার নিয়ে বাংলা-ওড়িশা সম্পর্কে কম চিড় ধরেনি! ২০১৫ সালের জুন মাসে ওড়িশা প্রথমবার রসগোল্লার সত্ব দাবি করে। খবরটি জানাজানি হতেই পশ্চিমবঙ্গের তরফেও পাল্টা আবেদন করা হয়।

৬৫. রাজ্যে ৫,০০০কোটি টাকা বিনিয়োগের ঘোষনা মিৎসুবিসির

১৫ নভেম্বর, বুধবার

বাংলার জন্য সুখবর। হলদিয়াতে ৫,০০০কোটি টাকার বেশী বিনিয়োগ করবে মিৎসুবিসি। বুধবার পাওয়া গেল এমনই আশ্বাস। এদিন স্কটল্যান্ডে সফররত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন মিৎসুবিসির প্রতিনিধিরা। ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

নির্মলাকে হারিয়ে সোনা জেতেন আর ৪৫ কেজি বিভাগের লড়াইয়ে বিনেশ ফোগত হরিয়ানার মনীশাকে হারিয়ে সোনা দখল করেন।

৬৬. ডিম আমদানি কমাতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের

১৮ নভেম্বর, শনিবার

ডিম আমদানি কমাতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। বর্তমানে রাজ্যে প্রতিদিন ২.৫ কোটি ডিম প্রয়োজন হয়, যার মধ্যে রাজ্যে বিভিন্ন পোলট্রি থেকে পাওয়া যায় ৭৫ লক্ষ ডিম। এছাড়া ২৫ লক্ষ ডিম বিভিন্ন খুচরো চাষীদের থেকে পাওয়া যায়। বাকি ১.৫কোটি ডিম বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয় । এই নির্ভরতা কমাতেই মুরগী পালনে আরো উৎসাহ দিচ্ছে রাজ্য ।

৬৭. মিস ওয়ার্ল্ড ২০১৭ এর মুকুট ছিনিয়ে নিলেন মিস ইন্ডিয়া মানুষী ছিল্লার

১৯ নভেম্বর, রবিবার

প্রায় ১৭ বছর পর মিস ওয়ার্ল্ডের মুকুট আবার ফিরে এসেছে ভারতে। ২০১৬-এর মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভ্যাল এর হাতে বিজয়ের মুকুট পরে নিলেন ভারতের হারিয়ানার মেয়ে মানুষী। ২০১৭ সালের এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে চায়নায় সানয়া সিটিতে। প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে মোট ১১৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তারমধ্যেই সবাইকে টেক্কা দিয়ে মুকুট জয় করে নিলেন ২০ বছর বয়সী এই তরুণী। ভারতের ভগত ফুল সিং সরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী মানুষী।

৬৮. মারা গেলেন অভিনেত্রী রীতা কয়রাল

১৯ নভেম্বর, রবিবার

মারা গেলেন অভিনেত্রী রীতা কয়রাল। বেশ কিছুদিন ধরে লীভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় কয়েকদিন আগে বাড়িতে তাকে বাড়িতে আনা হয়েছিল। আজ রবিবার সকালে শারিরীক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তার। তার মৃত্যুতে অভিনয় জগতে বিরাট শূণ্যতার সৃষ্টি হয়। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় শোকের ছায়া।

৬৯. অনিশ্চিত হয়ে পড়ল পদ্মাবতী ছবির মুক্তি

১৯ নভেম্বর, রবিবার

ছবি মুক্তির নির্ধারিত তারিখের আর ১৫ দিনও বাকি নেই, কিন্তু তার আগেই অনিশ্চিত হয়ে পড়ল পদ্মাবতী ছবির মুক্তি। প্রথমে রাজপুত কারনি সেনা, এবার খোদ সেন্সর বোর্ডের রোষানলে পড়েছে সঞ্জয় লীলা বনশালির ছবি। সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোসী জানিয়েছেন, সেন্সর বোর্ডে এখনও ছবির কাগজপত্রই জমা করতে পারেনিন ছবির নির্মাতা। এদিতে তার আগেই বিভিন্ন জায়গায় ছবি দোখানোর ব্যবস্থা করে ফেলেছেন পরিচালক। শুধু তাই নয়, একাধিক মিডিয়া ছবিটির রিভিউ দিতে শুরু করেছে। এদিকে সেন্সর বোর্ড ছবিটি দেখেইনি। ফলে এই মূহুর্তে ছবির মুক্তি অনিশ্চিত।

৭০. প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সি

২০ নভেম্বর, সোমবার

রয়াত বিশিষ্ট কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। সোমবার বেলা ১২টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ২০০৮ সালে পুজোর ঠিক পরই হৃদরোগে আক্রান্ত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি। সেই সময় থেকেই কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। দীর্ঘ ৯ বছর লড়াইয়ের পর অবশেষে হার মানলেন তিনি। প্রথমে দিল্লির এইমস (AIMS) হাসপাতালে ভর্তি ছিলেন। পরে দিল্লির অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হল বর্ষীয়াণ এই কংগ্রেস নেতার।

৭১. ত্রিপুরায় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক

২১ নভেম্বর, মঙ্গলবার

ত্রিপুরায় আবার সাংবাদিক হত্যা। শান্তনু ভৌমিকের পর এবার সুদীপ দত্ত ভৌমিক। ত্রিপুরার নিউজ ভ্যান গার্ডের প্রতিনিধি সুদীপ দত্ত ভৌমিক খবর সংগ্রহ করতে গিয়ে আগরতলায় ত্রিপুরা স্টেট রাইফেলসের গুলিতে নিহত হন। মঙ্গলবার ২১শে নভেম্বর ২০১৭ এই ঘটনাটি ঘটে। ঘটনার নিন্দায় মুখর সবাই।

৭২. কলকাতায় এসটিএফের জালে ৩ আলকায়দা জঙ্গি

২১ নভেম্বর, মঙ্গলবার

মঙ্গলবার ২১শে নভেম্বর, ২০১৭ কলকাতা স্টেশন থেকে এসটিএফ গ্রেফতার করল ৩ আলকায়দা জঙ্গিকে। এদের মধ্যে ২ জন বাংলাদেশের বাসিন্দা ও একজন উত্তর ২৪ পরগণার বাসিন্দা। ডিসিএসটিএফ মুরলীধর শর্মা লালবাজারে সাংবাদিক সম্মেলন করে বলেন এই বাংলাদেশী ২ জঙ্গি আনসারুল্লা বাংলা টিমের সদস্য। এক- দেড় বছর ধরে তারা ভারতে ছিল। তারা ভারতে কেন এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গেছে তারা অস্ত্রের স্যাম্পেল দেখতে এসেছিল।

৭৩. ব্রহ্মোস মিসাইলের সফল পরীক্ষা করল বায়ুসেনা

২২শে নভেম্বর,বুধবার

এই প্রথমবার সুখোই যুদ্ধবিমান থেকে ছোঁড়া হল সুপারসনিক ব্রহ্মোস মিসাইল। বিশ্বের দ্রুততম এই মিসাইল আর অত্যাধুনিক সুখোই-এর সাফল্যে বিশ্ব রেকর্ড করল ভারত। বুধবার এই খবরের সত্যতা স্বীকার করেছে প্রতিরক্ষা মন্ত্রক। বঙ্গোপসাগরের ওপর নির্দিষ্ট নিশানায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে মন্ত্রক সূত্রে। ডিআরডিও ও বায়ুসেনার এই সাফল্যকে অভিবাদন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ।

৭৪. ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলট শুভাঙ্গী

নভেম্বর, ২৩,বৃহষ্পতিবার

ভারতীয় নৌসেনায় যোগ দিতে চলেছেন প্রথম মহিলা পাইলট। ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলট উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা শুভাঙ্গী স্বরূপ। হায়দ্রাবাদ এয়ারফোর্স অ্যাকাডেমিতে পাইলটের প্রশিক্ষণ শেষে করার পর খুব শীঘ্রই তাঁকে ভারতীয় নৌসেনার বিমান চালাতে দেখা যাবে। একইসঙ্গে ভারতীয় নৌসেনার আর্মামেন্ট ইন্সপেক্টোরেট শাখায় যোগদান করলেন আরও তিন মহিলা অফিসার। তাঁরা হলেন দিল্লির আস্থা সহগল, পুদুচেরির রূপা ও কেরলের শক্তি মায়া। কান্নুরের ইজিমালা নেভাল অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তাঁরা।

৭৫. স্মরণীয় সন্ধ্যায় চলচ্চিত্র জগতের দুই প্রজন্ম

নভেম্বর, ২৫, শনিবার

কলকাতা প্রেস ক্লাব বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। প্রেস ক্লাবের উজ্জ্বল মুকুটে আরো একটি নতুন পালক যোগ হলো। প্রেস ক্লাব উপহার দিলো এক স্মরণীয় সন্ধ্যা। ২৫শে নভেম্বর, ২০১৭ শনিবার দুই প্রজন্মের দুই প্রথিতদশা শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিত চট্টোপাধ্যায় মুখোমুখি বসলেন প্রেস ক্লাবে। স্বভাবিকভাবেই দর্শকাসন ছিল পরিপূর্ণ। প্রসেনজিত প্রশ্ন করছিলেন তার সৌমিত্র কাকুকে। যেমন চোখাচোখা প্রশ্ন, তেমন তার সপ্রতিভ উত্তর। এক প্রশ্নের জবাবে সৌমিত্র বললেন, পুরস্কার অনেক পেয়েছি, কিন্তু সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের স্বীকৃতি, মানুষের ভালোবাসা। কেউ যখন অভিনয়ের প্রশংসা করেন তখন যে পরিতৃপ্তি তার সঙ্গে কোনোকিছুরই তুলনা হয়না। সৌমিত্র কথায় কথায় বললেন, অভিনয় বা যাই হোক, যাই করেন, ভালোবাসা দিয়ে করেন। তবেই সাফল্য আসবে।

৭৬. বিধানসভার প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

নভেম্বর,২৯ বুধবার

বিধানসভায় পশ্চিমদিকে হাই কোর্টের আনেক্স ভবনের দিকে, শিলান্যাস হলো বিধানসভার প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের। বিধানসভায় এই ভবনের এদিন শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিআইএম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা। এই ভবনে থাকছে মিউজিয়াম, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, লাইব্রেরি, এছাড়াও প্রাচীন ইতিহাস সম্মিলিত গ্রন্থ রাখা হবে। থাকবে বঙ্গভঙ্গ এর প্রাচীন দলিল, থাকবে নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনের দলিলও। ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম। ২ লক্ষ-এর বেশি প্রাচীন ইতিহাস সম্মিলিত বই থাকবে যেগুলো এখন বিধানসভার কাছে আছে। বাড়িটি তৈরী করতে খরচ ধরা হয়েছে ২০ কোটি টাকা। কাজ শেষ হতে প্রায় ১৮ মাস সময় ধরা হয়েছে।

৭৭. প্রয়াত ক্রীড়াবিদ শ্রীরূপা বোস মুখার্জি

নভেম্বর,৩০ বৃহষ্পতিবার

মারা গেলেন ক্রিকেট জগতের খ্যাতনামা নক্ষত্র শ্রীরূপা বোস মুখার্জি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহষ্পতিবার সকাল ১০.৩০টা নাগাদ নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন এই অলরাউন্ডার। জানা গিয়েছে, এদিন সকালে বাথরুমে পড়ে যান তিনি। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুধুমাত্র জাতীয় ক্রিকেট দলে মহিলাদের অধিনায়কত্ব করাই নয় ১৯৯৩, ১৯৯৭ ও ২০০০ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে গুরু দায়িত্ব পালন করেছেন তিনি। পরে মহিলা নির্বাচক কমিটির চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব সামলেছেন বহু বছর। কিন্তু শেষপর্যন্ত কাটল তাল। বৃহষ্পতিবার সকালে মৃত্যু হলো বিশিষ্ট এই ক্রীড়াবিদের।

৭৮. সুদীপের পর এবার নবীন, কানপুরে মৃত সাংবাদিক

নভেম্বর,৩০ বৃহষ্পতিবার

সুদীপের পর আবারও খুন হলেন এক সাংবাদিক। উত্তর প্রদেশের কানপুরের ঘটনা। গুলি করে হত্যা করা হল নবীন নামে এক সাংবাদিককে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মত্যু হয় সাংবাদিকের।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কানপুরের একটি এলাকা দিয়ে যাওয়ার সময় নবীনকে গুলি করে পালায় কয়েকজন দুষ্কৃতি। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নবীনের। তবে ঠিক কী কারণে সাংবাদিককে হত্যা করা হল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কানুপুর পুলিশ।

৭৯. জি.ডি.বিড়লা স্কুলে ৪ বছরের শিশুর যৌন নির্যাতন

ডিসেম্বর,১ শুক্রবার

কলকাতার বুকে ঘটলো নক্কারজনক ঘটনা। যৌন নির্যাতনের শিকার হলো ৪ বছরের একটি শিশু তাও আবার কলকাতারই একটি অভিজাত স্কুলে। মহানগরের মুখ ঢাকলো লজ্জায়। বৃহস্পতিবার রানিকুঠীর জি.ডি.বিড়লা স্কুলে অন্যান্য দিনের মতই গিয়েছিল ছোট্ট শিশুটি। বিকেলে যখন বাড়িতে ফিরে আসে, মাকে বলে, যৌনাঙ্গে অসহ্য ব্যাথা। তার মায়ের বক্তব্য যৌনাঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছিল। শিশুটিকে জিজ্ঞাসা করাতে জানা যায়, তাকে টয়লেটে নিয়ে যায় তার পি.টি. টিচার। তারপর অন্তর্বাস খুলে সোজা আঙুল নিয়ে শিশুটির যোনিপথে প্রবেশ করায়। শিশুটির বাবা মা নেতাজীনগর থানায় এই পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেছে। কলকাতার বুকে জি.ডি.বিড়লার মত প্রথম সারির স্কুলে এরকম ঘটনা ঘটায় শহরের অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ। স্কুলকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

৮০. সমস্ত জল্পনার অবসান, বিয়ে হল বিরাট- অনুস্কার

১১ ডিসেম্বর, সোমবার

ক্রিকেট-বলিউডের সবথেকে হাই প্রোফাইল বিয়েটা অবশেষে হয়ে গেল ইতালির তাস্কানিতে। গত কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বলিউড অভিনেত্রীর অগণিত ভক্তরা। প্রথমে জল্পনা ছিল মিলানে বিয়ে হচ্ছে। দুই পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং বিরাট -অনুষ্কার কয়েকজন বন্ধু উড়ে যান মিলানে । শেষ পর্যন্ত মিলান থেকে ঘন্টা তিনেক দূরে তাস্কানিতে এই বিয়ে হল।

৮১. ভারতে প্রথমবার চালানো হল সি প্লেন, সফর করলেন প্রধানমন্ত্রী

১২ডিসেম্বর, মঙ্গলবার

দেশের মাটিতে প্রথমবার সি প্লেন উড়ান চালানো হল গুজরাটের সবরমতী নদীতে। সবরমতী নদী থেকে সি প্লেনে চড়ে ধারোই ড্যাম রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধারোই ড্যামে নেমে অম্বাজি মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। সবরমতী নদী থেকে ধারোই ড্যামের দূরত্ব প্রায় ১৮০ কিমি। আমেদাবাদে রোড শো বাতিল হওয়ায় বিকল্প প্ল্যান বেছে নেন নমো।

৮২. মধু কোডাকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সিবিআই আদালত

ডিসেম্বর ১৬, শনিবার

কয়লা কেলেঙ্কারীতে দোষীসাব্যস্ত ঝাড়খণ্ডেরর প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডাকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত। এই মামলায় আরও তিনজনকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন দিল্লির সিবিআই আদালতের বিচারপতি ভারত প্রসার।

৮৩. কংগ্রেসের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন রাহুল

ডিসেম্বর ১৬, শনিবার

শনিবার আনুষ্ঠানিক অভিষেক হল রাহুল গান্ধীর। কংগ্রেসের সভাপতি হিসাবে এদিন থেকেই দায়িত্ব নিলেন তিনি। আজ সকাল থেকেই দিল্লীর ২৪, আকবর রোডে উৎসবের মেজাজ। দীর্ঘ ১৯ বছর পর কংগ্রেসের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন রাহুল।গত ১১ ডিসেম্বর, সোমবার মুল্লাপল্লি রামাচন্দ্রন সাংবাদিক বৈঠক করেন। তিনি ঘোষণা করেন, পরবর্তী কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাহুল গান্ধি। ৮৯টি মনোনয়নের প্রস্তাব গৃহীত হয়েছিল। প্রত্যেকটি বৈধ। সেখানে একজন প্রার্থীরই নাম প্রস্তাব করা হয়েছিল। আর সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধির নাম কংগ্রেস সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।কথা ছিল আজ, ১৬ ডিসেম্বর তাঁর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সেই মতোই শনিবার সোনিয়া তনয়ের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হলো।এদিন ৪৭ বছরের রাহুল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণ করলেন।

৮৪. গুজরাটে চমক দিল কংগ্রেস, বাজিমাত করলেন জিগ্নেশ-অল্পেশ-হার্দিকরা

ডিসেম্বর,১৮ সোমবার

শেষ হলো লড়াই। সোমবার প্রকাশিত হলো গুজরাট ও হিমাচলপ্রদেশ ভোটের ফলাফল। এদিনের ফলাফলে বিজেপি বাজিমাত করলেও আশ্চর্যজনক ভাবে চমক দিয়েছে কংগ্রেস ৷ গেরুয়া ঝড়ের মাঝেই কড়া টক্কর দিলেন রাহুল গান্ধির দুই সহযোদ্ধা জিগ্নেশ মেবানি ও অল্পেশ ঠাকুর। গুজরাটের নির্বাচনী ময়দানে কংগ্রেসের পতাকা ওড়ালেন এই দুই তরুণ নেতা। গুজরাটে দীর্ঘ বাইশ বছর ধরে গুজরাতের ক্ষমতায় বিজেপি। কিন্তু, নির্বাচনী ময়দানে এবার তারা কংগ্রেসের কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে। গ্রামীণ গুজরাটের উন্নয়নই এবারের ভোটের ইস্যু হয়ে দাঁড়ায়। সেইসঙ্গে জোরদার হয় পতিদার ও প্যাটেলদের সংরক্ষণের আন্দোলনও। সমস্ত ইস্যুকে এক সুতোয় বেঁধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি নির্বাচনী ময়দানে নামেন। আর তাতেই বাজিমাত করলো কংগ্রেস দল। বদগাম ও রাধোনপুর কেন্দ্র থেকে জিতে কংগ্রেসের মানরক্ষা করল জিগ্নেস, অল্পেশরা ।

৮৫. খাদিমকর্তা অপহরণ কান্ডে অভিযুক্ত ৮ জনের যাবজ্জীবন, ৩ লক্ষ টাকা আর্থিক জরিমানা

ডিসেম্বর ১১, সোমবার

সোমবার খাদিমকান্ডে দ্বিতীয় পর্যায়ের সাজা ঘোষণা হল। অভিযুক্ত ৮ জনেরই যাবজ্জীবন কারাদন্ড দিল আলিপুর সেন্ট্রাল জেলের বিশেষ আদালত। পাশাপাশি প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ৮ ই ডিসেম্বর আলিপুর সেন্ট্রাল জেলের বিশেষ আদালতেই দোষী সাব্যস্ত হয় অপহরণকারী ৮ জন।

৮৬. শহরে মাদক সরবরাহ চক্রের পর্দা ফাঁস, ধৃত ৩

ডিসেম্বর ১১, সোমবার

বড়দিনের আগেই শহরে বড়দিনের পার্টিতে মাদক সরবরাহের চক্রের পর্দা ফাঁস করল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার ১ ডিজে সহ মোট ৩ জন। ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাদক। ধৃত ৩ জনের নাম হেনরি লরেন্স মান্না, রবার্ট ডিক্সন ও ডিজে নিখিল। প্রথম দুজন বেনিয়াপুকুর ও বালিগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনায় বিনোদন জগতের বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসছে। নাম জড়িয়েছে পার্ক স্ট্রিটের এক বিখ্যাত নাইট ক্লাবের। ধৃতদের জেরায় আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ ৷

৮৭. বিমানে শ্লীলতাহানির শিকার ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম, ইন্সটাগ্রামে কান্নায় ভেঙে পড়লেন তিনি

ডিসেম্বর ১০, রবিবার

 

আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ -এ অভিনয় করা ১৭ বছরের জায়রা ওয়াসিম এর মধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রির যথেষ্ট পরিচিত মুখের অন্যতম। বলিউডে পা রাখা নবাগতা এই অভিনেত্রী এবার বিমানে শ্লীলতাহানির শিকার হলেন। বিমান থেকে নামার পরই জায়রা ইন্সটাগ্রামে একটি লাইভ ভিডিও করে নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সেই কথা বলতে বলতে একাধিকবার কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় জায়রাকে।

৮৮. সেন্টার ফর লার্নিংকে সেন্টার ফর আর্নিং করবেন নাঃ শিক্ষামন্ত্রী

ডিসেম্বর৯, শনিবার

সেন্টার ফর লার্নিংকে সেন্টার ফর আর্নিং করবেন না। সংগ্রামী মা-মাটি-মানুষ পত্রিকার সেমিনার থেকে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ গুলির উদ্দেশে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, আপনারা(বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ) ষ্ট্যাণ্ডার্ড কমাবেন না।

৮৯.মৃত আফরাজুলের পরিবারকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির প্রতিশ্রুতি

ডিসেম্বর ৮, শুক্রবার

রাজস্থানে কাজ করতে যাওয়া মালদার যুবক মহম্মদ আফরাজুলের পরিবারকে শুক্রবার ফোন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে ৩ লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজস্থানের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের রাজ্যেরই মালদার ছেলে আফরাজুল খানকে নৃশংসভাবে খুন করা হয়েছে। পুরোপুরি অসহায় হয়ে পড়েছে মৃত আফরাজুলের পরিবার। আমাদের সরকার দুঃখী পরিবারটির হাতে ৩ লক্ষ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পরিবারেরই যোগ্য একজনকে চাকরিও দেওয়া হবে। এছাড়াও রাজ্য সরকার যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছে।

৯০. পাওলীর বিয়ে

ডিসেম্বর,৫, মঙ্গলবার

সাত পাকে বাঁধা পরলেন মাধবীলতা। অঘ্রানের সন্ধ্যেয়, পরনে লাল বেনরসী, মাথায় মুকুট, সাবেকী সোনার গয়নায় ধরা দিলেন অন্য এক পাওলী। জীবনের অন্যতম সেরা দিনের জন্যই যে সেরা সাজটা তুলে রেখেছিলেন তা বোঝা গেল। সোমবার দীর্ঘদিনের বন্ধু অর্জুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পাওলী দাম। অর্জুন গৌহাটির বাসিন্দা। সেখানেই পারিবারিক ব্যবসা রয়েছে অর্জুনের পরিবারের। তবে শোনা যাচ্ছে, বিয়ের পর তাঁরা কলকাতাতেই থিতু হতে পারেন। এদিকে বিয়ের রাতে পাওলী সেজেছিলেন একেবারে বাঙালি কনের মতো। কোনও ডিজাইনার পোশাক নয়, বেছে নিয়েছিলেন সিঁদুরে লাল বেনরসী। পুরো সাজ পরিকল্পনায় ছিলেন অনিরুদ্ধ চাকলাদার। কপালে ছিল চন্দনের সাবেকী কারুকাজ। আর পাওলীর বিয়ে বলে কথা, এসেছিল পুরো টলিউড। প্রসেনজিত থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র জগতের প্রায় সমস্ত তারকাই হাজির ছিলেন। আগামী ৬ তারিখ গৌহাটিতে একটি রিসেপশেনর আয়োজন করা হয়েছে। তারপর কলকাতায় ফিরে আসবেন নতুন দম্পতি।

৯১. অস্তাচলে শশী

ডিসেম্বর ৪, সোমবার

মারা গেলেন ভারতীয় চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা শশী কাপুর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার বিকেল ৫ টা ২০ মিনিটে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই অভিনেতা। চেস্ট ইনফেকশনে আক্রান্ত হয়েই ৩ ডিসেম্বর অর্থাৎ রবিবারই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন তিনি। আর তারপর সোমবারই মত্যু হলো তাঁর।

৯২. বাংলায় সুনিশ্চিত হতে চলেছে মিত্তলের বিনিয়োগ, নববর্ষে বাংলার জন্য নতুন উপহার

ডিসেম্বর,২ শনিবার

ইস্পাত ম্যাগনেট লক্ষ্মী নিবাস মিত্তল এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। শুধু এলেন বললে ভুল হবে, রাজ্যে বিনিয়োগের এক বিরাট সম্ভাবনা তৈরী হলো। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী নিবাস মিত্তলের বাড়িতে তাঁর আমন্ত্রণে গিয়েছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়। আসন্ন জানুয়ারী মাসে হতে চলা বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিটে মিত্তলকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

৯৩. কাণি-রাজা বেকসুর খালাস, অক্সিজেন পেল কংগ্রেস

২১ ডিসেম্বর, বৃহষ্পতিবার

টুজি স্পেকট্রাম মামলায় সিবিআই বিশেষ আদালত সম্পূর্ণ নির্দোষ বলল এ রাজা-কাণিমোঝিকে। আদালতের বিচারে রাজা-কাণিমোঝি সহ ১৬ জন অভিযুক্তই বেকসুর খালাস। বিশেষ আদালতের বিচারপতি ও.পি.সাইনি সিবিআইকে বলেন আপনারা দোষ প্রমাণে ব্যর্থ। রায় জানার পরেই ডি.এম.কে সদর দপ্তরে খুশির হাওয়া। শুরু হয়ে যায় মিষ্টি বিতরণ, বাজি পোড়ানো, আবির মাখানো। ডি.এম.কে’র তরফ থেকে জানানো হয়, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছিল তাঁরা।

৯৪. প্রয়াত সঙ্গীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

২১ ডিসেম্বর, বৃহষ্পতিবার

প্রয়াত সঙ্গীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহষ্পতিবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ মৃত্যু হয় কিংবদন্তী এই শিল্পীর। বেশকিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন বাইপাসের একটি বেসরকারী নার্সিংহোমে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। সঙ্গীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, প্রখ্যাত সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। এক সপ্তাহ আগেই ওঁনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলাম। অত্যন্ত দুঃখজনক। ২০১২ সালে রাজ্য সরকার তাঁকে সঙ্গীত সম্মানে ভূষিত করে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। প্রয়াত শিল্পীর পরিবারের সদস্য ও প্রিয়জনদের সমবেদনা জানাই।

৯৫. পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষীসাব্যস্ত লালু, ৩ জানুয়ারী সাজা ঘোষণা

ডিসেম্বর,২৩ শনিবার

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষীসাব্যস্ত হলেন লালুপ্রসাদ যাদব। লালু ছাড়াও ১৫ জনকে দোষীসাব্যস্ত করল রাঁচির বিশেষ সিবিআই আদালত। ২০১৮ সালের ৩ জানুয়ারি ঘোষণা হবে সাজা। এদিকে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৭ জনকে বেকসুর খালাস করেছে আদালত। রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারপতি শিবপাল সিং এই রায় দিলেন।

৯৬. সবং বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতা ভূঞ্যা

ডিসেম্বর, ২৪ রবিবার

সবং বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতা ভূঞ্যা। ৬৪ হাজার ১৯২ ভোটের ব্যবধানে জয়ী হলেন তিনি। দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। কংগ্রেসকে পিছনে ফেলে তৃতীয় স্থানে বিজেপি। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ১,০৬, ১৭৯। দ্বিতীয় স্থানে সিপিএম, প্রাপ্ত ভোট ৪১ হাজার ৯৮৭ ভোট। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী, প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৪৭৬। চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী, প্রাপ্ত ভোট ১৮ হাজার ৬০। নোটায় ভোট পড়েছে ১৫৩৫।

৯৭. বিশিষ্ট অভিনেতা পার্থ মুখোপাধ্যায় প্রয়াত

২৫ ডিসেম্বর, সোমবার

ধন্যি মেয়ের অভিনেতা পার্থ মুখোপাধ্যায় আজ ভোর ৩ টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে এই খবর জানা গিয়েছে।
দীর্ঘ ১ মাস ধরে তিনি শহরের একটি বেসকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মূলত কিডনির সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন।

৯৮. গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী

২৬ ডিসেম্বর, মঙ্গলবার

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ড্রেজিং কাজ কেমন হয়েছে তারও তদারকি করেন মুখ্যমন্ত্রী। বুধবার গঙ্গাসাগরের রুদ্রনগরে কৃষিমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও উপস্থিত হন তিনি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ জন কৃষককে এক হাজার টাকা করে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কৃষকদের কৃষাণ কার্ডও প্রদান করেন । এদিকে কৃষিকার্যে সুবিধার জন্য বিভিন্ন ধরণের কৃষি সরঞ্জাম কৃষকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৯৯. দার্জিলিং-এ চলছে তিস্তা-রঙ্গিত ট্যুরিজম ফেস্টিভ্যাল

২৭ ডিসেম্বর, বুধবার

দার্জিলিং এখন মেতে উঠেছে তিস্তা-রঙ্গিত ট্যুরিজম ফেস্টিভ্যালে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ ডিসেম্বর অবধি। উৎসবকে ঘিরে গোটা দার্জিলিং এখন মাতোয়ারা। ম্যালের চৌরাস্তায় বড় স্টেজ বাঁধা হয়েছে।সকাল থেকেই চলছে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। দিন গড়িয়ে বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দের পারদ পাল্লা দিয়ে বাড়ছে। ম্যালে থিক থিক করছে ভিড়। গানের তালে তালে পা মেলাচ্ছেন স্থানীয় থেকে পর্যটকরা। নেপালি থেকে বাঙালী সবাই। কাঞ্চনজঙ্ঘার মাধুর্য্যের গায়ে রক্তের যে দাগ লেগেছিল তা এখন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে বলা যায় পাহাড় এখন সত্যিই হাসছে।

১০০. পদত্যাগ পত্র জমা দিলেন ভারতী ঘোষ

২৮ ডিসেম্বর, বৃহষ্পতিবার

নবান্নে পদত্যাগ পত্র জমা দিলেন ভারতী ঘোষ। নবান্ন সূত্রে জানা যায় নিয়মমেনে পদত্যাগ পত্র জমা নেওয়া হয়েছে। প্রসঙ্গত ভারতী ঘোষ ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার কিন্তু কয়েকদিন আগেই তাঁকে সেখান থেকে সরিয়ে ব্যারাকপুর আর্ম পুলিশের থার্ড ব্যাটিলিয়ানের দায়িত্ব দেওয়া হয়।

এরপরেই ভারতী ঘোষ ঘনিষ্ট মহলে জানান যে তাঁর পক্ষে কাজ করা সম্ভব নয়। সেই কারণেই তিনি পদত্যাগ পত্র জমা দেন বলে জানা গিয়াছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*