আত্মঘাতী বোমা হামলায় কাবুলে নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি নিউজ অফিস ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। যার ফলে নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন এবং আহত হয়েছেন কম করে ১২ জন। সূত্রের থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার প্রতিদিনের মতই কর্মব্যস্ত দিনের সময়ে আফগান ভয়েস নামের একটি নিউজ অফিসে ও তৈয়বা সাংস্কৃতিক কেন্দ্রের খুব কাছাকাছি এই হামলা হয়। সূত্র থেকেই জানা যায়, এই হামলার পেছনে রয়েছে আত্মঘাতী একজন হামলাকারী। এই বিস্ফোরণের আঘাত থেকে বেঁচে গেছেন এমন একজন বলেছেন, তৈয়বা সাংস্কৃতিক কেন্দ্রে সামাজিক ও সাংস্কৃতিক একটি অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। এমন সময় সেখানে তীব্র শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। তারপর সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি ছড়িয়ে পড়ে, সেই ছবিতে দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। রক্তে ভেসে গেছে চারদিক। তার মধ্যেই পড়ে থাকা মানুষ আর্তনাদ করছেন। অন্য একটি ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে আছে মৃতদেহ। টুইটারে এ হামলার কড়া নিন্দা জানিয়েছে আফগান জার্নালিস্টস সেফটি কমিটি। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। আর তালিবান এ ঘটনায় তাদের কোন হাত নেই বলে জানিয়েছে।
ছবিঃ এ এফ পি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*