শিল্পের আদর্শ গন্তব্য বাংলাই: মমতা বন্দ্যোপাধ্যায়

নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন ধরে হবে এই সম্মেলন। দেশ বিদেশ থেকে শিল্পপতি, কর্পোরেট লিডার, প্রতিনিধিরা এসেছেন এই সম্মলনে।

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার ভৌগলিক অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলা উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। বাংলাদেশ, নেপাল, ভুটান আমাদের প্রতিবেশী দেশ। বাংলায় অনেক সুযোগ রয়েছে। এই সম্মেলনে ৯ টি দেশ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমাদের পার্টনার: জার্মানি, ইউকে, ইতালি, ফ্রান্স, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চেক রিপাবলিক এবং ইউএই। আমরা সকলেই আমাদের দেশকে ভালোবাসি। আমরা সব ধর্ম, জাতি, সকলের জন্য কাজ করি। অর্থনৈতিক, ভৌগলিক অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা সব দিক দিয়েই বাংলা আদর্শ গন্তব্য।

(ছবিঃ মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক)

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*