ডি-লিট সম্মান পাওয়ার পর মুখ্যমন্ত্রী বললেন, “এমন সম্মান পাবো, তা আমি জীবনে ভাবতে পারিনি ।”

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি-লিট সম্মান প্রদান করা হয়। মুখ্যমন্ত্রীর হাতে ডিলিট প্রদান করেন আচার্য তথা রাজ্যপাল।

সাংস্কৃতিক, সাহিত্যিক ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য ডি-লিট প্রদান করা হল মুখ্যমন্ত্রীকে। এদিন সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য সম্মানিত ব্যাক্তিবর্গ।
ডি-লিট সম্মান পাওয়ার পর মুখ্যমন্ত্রী বললেন,
নিজেকে ধন্য বলে মনে করছি। আমাকে আরও অনেক জায়গা থেকে অ্যাওয়ার্ড দেবে বলেছে, আমি বলেছি আমি ক্ষুদ্র মানুষ। আমি গ্রহণ করিনি সেই আমন্ত্রণ। আমার জীবন সংগ্রামের, লড়াইয়ের। আমার জীবন অবহেলার, অসম্মানের। আমি জানি আমি এই (ডিলিট) সম্মান পাওয়ার যোগ্য নয়। আমি আজ ও ভাবছিলাম আমি এই সম্মান নিতে আসব কিনা। আমি আসব কিনা সংশয়ে ছিলাম। তবে কলকাতা বিশ্ববিদ্যালয় যে ভাবে আমাকে অ্যাপ্রোচ করেছে, তাতে আমি না এসে থাকতে পারিনি। আমি খুব সাধারণ মানুষ। এমন সম্মান পাবো, তা আমি জীবনে ভাবতে পারিনি। তবে এটা নিয়েও আমাকে কম অসম্মান করা হয়নি।
কলকাতা বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি টাকা দেওয়া হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন দেশে অসহিষ্ণুতা বাড়ছে। সহিষ্ণুতা বজায় রাখা দরকার, অসহিষ্ণুতা নয়।

রিপোর্টার- রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*