পদ্মাবতীর ভবিষ্যত কী সিদ্ধান্ত নেবে সেন্সর বোর্ড

নিজস্ব প্রতিবেদনঃ কোনও এমপি প্যানেল নয, পদ্মাবতীর ভাগ্য নির্ধারণ করবে সেন্সর বোর্ডই। গতকালের হওয়া এমপি প্যানেলে এই সিদ্ধান্তই নেওযা হয়েছে। এদিকে সেন্সর বোর্ড সাফাই দিচ্ছে যে ছবির নির্মাতারা সঠিক তথ্য পেশ করেননি। সুতরাং এখনও পর্যন্ত যা ঘটনাপ্রবাহ তাতে পদ্মাবতীর ভাগ্য এখনো বিশবাঁও জলে।

গতকাল দিল্লীতে এমপি প্যানেলের মুখোমুখি হন পরিচালক সঞ্জয লীলা বনশালি। সঙ্গে ছিলেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন। গতকাল সকালেই বিজেপি সদস্য অনুরাগ ঠাকুর ট্যুইট করে জানান, এই বিষযে একটি প্যানেলের আয়োজন করা হয়েছে। সেখানে এই দুই ব্যক্তিত্বকে নিজেদের মতামত জানানোর জন্য ডাকা হয়েছে। এই প্যানেলে বিজেপির তরফে ছিলেন সাংসদ এবং অভিনেতা পরেশ রাওযাল এবং কংগ্রেস দলের তরফে ছিলেন রাজ বব্বর। এছাড়াও বিভিন্ন দলের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন, ছিলেন লালকৃষ্ণ আডবানীও। সভায় বনশালীকে মূলত তিনটি প্রশ্ন করা হয, ১. সতীদাহ বা সতী হওয়ার মতো কুসংস্কারকে বনশালী কি হিসাবে ছবিতে দেখাচ্ছেন. ২. ভারতের সেন্সর সার্টিফিকেট দেওয়ার আগেই একটি ভারতীয ছবি বিদেশে সেন্সর পাশ করে কিভাবে, ৩. সিবিএফসি-র সার্টিফেকট দেওয়ার আগেই বেশ কয়েকটি সংবাদমাধ্যমের জন্য ছবিটি কিভাবে দেখানো হল। সেই সঙ্গে এই প্রশ্নও তোলা হয়, সেন্সরবোর্ডের কাছে ছবিটি পাঠানো হয় ১১ নভেম্বর, এদিকে তার আগেই ঘোষনা করা হয়েছিল ছবি মুক্তি ১ ডিসেম্বর। কিভাবে সেই ঘোষনা করা হল। কিন্তু প্রশ্ন উত্তর সবকিছুই চলে, কিন্তু ছবির ভবিষ্যৎ কি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেন্সর বোর্ডের উপরই ছাড়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*