“আইএসএফের সঙ্গে কোনও বোঝাপড়া হয়নি”: বিমান বসু

১৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর এদিন ফের আরও ৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কিন্তু, এদিন সাংবাদিক সম্মেলনে স্পষ্টই জানিয়ে দিলেন পুরো তালিকা সামনে আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে। শোনা যাচ্ছিল মুর্শিদাবাদ থেকে লড়তে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন প্রার্থী তালিকা প্রকাশের সময় তাতেই স্বীকৃতি দিয়েছেন বিমান। কিন্তু, কংগ্রেস-আইএসএফের সঙ্গে শেষ পর্যন্ত পাকাপাকিভাবে আসন সমঝোতা হচ্ছে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এদিনও ডায়মন্ড-হারবার বা পুরুলিয়া আসনের জন্য কোনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। এদিকে এই ডায়মন্ড-হারবারে খোদ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন বলে শোনা যাচ্ছে। যদিও প্রথম দফায় আইএসএফের তরফে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে ডায়মন্ড-হারবারের জন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, ডায়মন্ড-হারবার থেকে আবার এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক-উর-রহমান ডায়মন্ড-হারবার থেকে দাঁড়াবেন বলে শোনা যাচ্ছিল। এ বিষয়েও বামেদের তরফে এখনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে আইএসএফ যাদবপুরে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সেখানে দেয়নি। কিন্তু, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তরে দিয়েছে। মুর্শিদাবাদ থেকে আইএসএফের টিকিটে লড়ছেন হাবিব শেখ, শ্রীরামপুর থেকে শাহরিয়ার মল্লিক। এদিকে শ্রীরামপুর, মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে বামেরাও। তাঁর মধ্যে শ্রীরামপুুর থেকে লড়ছেন বামেদের জনপ্রিয় মুখ দীপ্সিতা ধর। মুর্শিদাবাদেও রয়েছে হেভিওয়েট প্রার্থী। লড়ছেন মহম্মদ সেলিম। বিমান যদিও আবার স্পষ্ট ভাষায় বলছেন, “আইএসএফের সঙ্গে এখনও পর্যন্ত আমাদের কোনও বোঝাপড়া হয়নি। ওরা আন্তরিক থাকলে আলোচনা হবে। আলোচনা হলে আমরা মিডিয়াকে সব জানাব।”

অন্যদিকে পুরুলিয়া আবার বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে কিনা তা নিয়েও রয়েছে চাপানউতোর। যদিও বিমান বলছেন, “পুরুলিয়া নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তারপরই আমাদের যা বলার বলব।” সূত্রের খবর, পুরুলিয়া আসনের মোহ ত্যাগ করতে হতে পারে ফরওয়ার্ড ব্লককে। পুরুলিয়া থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন নেপাল মাহাতো। মালদা উত্তরেও রয়েছে কংগ্রেস প্রার্থী। সেখান থেকে হাত শিবিরের টিকিটে লড়ছেন মুস্তাক আলম।

এখনও পুরো প্রার্থী তালিকা সামনে আনতে পারছে না বামেরা? এদিন তাঁর ব্যখ্যাও দেন বিমান। বলেন, “আমাদের পুরো লিস্ট প্রকাশ করতে আরও একটু সময় লাগবে। এখনও সব সিটে প্রার্থী ঠিক করার ব্যাপারে কিছু আলোচনার প্রয়োজন আছে। সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেটা ঘোষণা করতে পারছি না। আমরা তো বামফ্রন্ট। বামপন্তী দলগুলির সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে যার ইতিহাস একটু প্রাচীন। বামফ্রন্টের আগে ছিল যুক্তফ্রন্ট, তার আগে ছিল ইউএলএফ। স্বাভাবিকভাবেই সব দিক ভেবে আমাদের পার্টে পার্টে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*