অস্ট্রেলিয়ায় সংবিধানিক সংকট

ক্যানবরাঃ অস্ট্রিলিয়ার প্রধানমন্ত্রী এবং ২২৬ জন সংসদের প্রত্যেককে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। অবাক হলেও এটাই সত্যি। প্রথম বার বিশ্বের কোনো দেশে নাগরিকত্ব নিয়ে এমন সংকট তৈরী হয়েছে। এই বিবাদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে, সেই নয়ম অনুসারে সকল সংসদকে অস্ট্রেলিয়ার নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে। এমনকি খোদ প্রধানমন্ত্রীও এই নিয়মের মধ্যে পড়েছেন। তবে অস্ট্রেলিয়ায় মিডিয়া এই নিয়মের সাথে সহমত হয়নি।
অস্ট্রেলিয়ায় নেতাদের নাগরিকত্ব নিয়ে গত একমাস ধরে তীব্র বিবাদ চলছিল। বিশেষ করে উপ প্রধানমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে বেশি। উপ প্রধানমন্ত্রী বারনাবী জোয়েস দুই দেশের নাগরিকত্ব নিয়ে আছেন। ওনার পিতা নিউজিল্যান্ডের ছিলেন, যার ফলে উনি অটোমেটিকালি নিউজিল্যান্ডেরও নাগরিক। এই ব্যাপারটি সামনে আসতেই ওনার সংসদীয় যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং ওনাকে বরখাস্ত করা হয়। এর পরেও অস্ট্রেলিয়ায় হাইকোর্ট আরো সাত জন নেতার দুই দেশের নাগরিকত্ব জানতে পেরে তাদের সংসদীয় সদস্যপদ কেড়ে নেন। বিবাদ চরম হলে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটিকে নতুন নিয়ম বলে ঘোষণা করা হয়।
সব নিয়ে অস্ট্রেলিয়া এখন তীব্র সাংবিধানিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*