কেজরীওয়ালের বাসভবনে মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের অভিযোগ

অরবিন্দ কেজরীওয়ালের বাসভবনে কয়েকজন আপ বিধায়ক মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহ করেছেন বলে অভিযোগ করলেন এক সরকারি আধিকারিক। বিজ্ঞাপন রিলিজ না করার ব্যাপারে আলোচনা প্রসঙ্গে সোমবার রাতে মুখ্যমন্ত্রী তাঁর বাসভবনে ডেকেছিলেন মুখ্যসচিবকে। সেখানেই তাঁর ও উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়ার সামনেই তাঁকে কয়েকজন আপ বিধায়ক নিগ্রহ করেন বলে অভিযোগ। নাম প্রকাশ্যে নারাজ ওই সরকারি আধিকারিক বলেন, আলোচনার চলাকালীনই উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দু-তিনজন আপ বিধায়ক তাঁকে নিগ্রহ করেন, যার জেরে মুখ্যসচিবের চশমাও ভেঙে যায়।

প্রসঙ্গত, মুখ্যসচিব সোমবার রাতেই লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের সঙ্গে দেখা করে তাঁকে ঘটনাটি জানান। আইএএস অফিসার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার বাইজলের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানায়। যদিও আপের দাবি, মুখ্যসচিবকে রেশন নিয়ে কথা বলতে ডাকা হয়েছিল। তাঁকে মারধরের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, অস্বাভাবিক বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর কার্য্যালয়ের এক পদস্থ কর্তা। নিগ্রহের অভিযোগের পাল্টা আপের বক্তব্য, ভুল ভাবে আধার চালু করার ফলে রাজধানীর প্রায় আড়াই লক্ষ পরিবার রেশন পাচ্ছে না, মানুষের ক্ষোভ, রোষ সামলাতে হচ্ছে দলীয় বিধায়কদের। আলোচনা হচ্ছিল ওই পরিবারগুলিকে নিয়ে। টিভি বিজ্ঞাপন নিয়ে কথা হচ্ছিল বলে ভুল খবর প্রচার করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*