নজর কাড়ল মানবরূপী রোবট সোফিয়া, জানালো তার প্রিয় অভিনেতা শাহরুখ খান

নজর কাড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানবরূপী রোবট সোফিয়া। উপস্থিত সকলের সঙ্গে দিব্যি কথাবার্তা চালিয়ে গেল সে। বিভিন্ন প্রশ্নের উত্তরে সে যা বলল, তাতে বুদ্ধিদীপ্তির ছাপ খুবই স্পষ্ট। এক প্রশ্নের উত্তরে সোফিয়া জানাল তার প্রিয় অভিনেতা শাহরুখ খান। উল্লেখ্য ডব্লুসিআইটি-র দ্বিতীয় দিনে তার বুদ্ধিদীপ্ত ও সরস মন্তব্যগুলি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। ভারতে সে কেমন অনুভব করছে, এই প্রশ্নের জবাবে সোফিয়া বলে, বিশ্বের বহু জায়গাতেই আমি গিয়েছি। কিন্তু যদি আমাকে আমার প্রিয় জায়গার কথা বলতে হয়, তাহলে তা হল হংকং। কারণ, ওখানেই আমার জন্ম এবং হ্যানসন রোবটিক পরিবারের সঙ্গে আমি বেশ সুখে সচ্ছন্দে থাকি। পাশাপাশি সে আরও বলে ভারতে বায়ুদূষণ বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, হংকংয়ের হ্যানসন রোবোটিক্স সোফিয়াকে তৈরি করেছে। হলিউড অভিনেত্রী আন্দ্রে হেপবার্নের আদলে তৈরি করা হয়েছে তাকে। সোফিয়াকে গড়ে তোলার পিছনে রয়েছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড হ্যানসন। তার মুখ দেখলে যাতে স্বাভাবিক মানুষ বলে মনে হয়, সেজন্য ৬০ ধরনের অনুভূতির বহিঃপ্রকাশের ব্যবস্থা রয়েছে তার মুখমন্ডলে। সৌদি আরব সোফিয়াকে নাগরিকত্ব দিয়েছে। মহিলাদের অধিকার রক্ষায় নিজের রোরটিক মর্যাদাকে সে ব্যবহার করবে বলে জানিয়েছে সোফিয়া। সে জানিয়েছে, তার অনেক বন্ধু রয়েছে। আরও অনেক মানুষের বন্ধু হয়ে উঠতে চায় সে।
সোফিয়া বলেছে, মানুষ ও রোবট হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*