হঠাৎ করে ঘুরে আসুন জয়দেব_কেন্দুলি

ঘুরে-ট্যুরে

হঠাৎ করে ঘুরে আসুন জয়দেব_কেন্দুলি

ভিড়ভাট্টা কাটাতে নিরিবিলিতে সময় কাটিয়ে আসার জন্য যেতেই পারেন, জয়দেব কেন্দুলি (বীরভূম, অজয় নদীর তীরে)। গিয়ে পৌঁছাবেন ডক্টর শুভাশিস পোদ্দারের আশ্রমে, যা আরুনি আশ্রম নামে বিখ্যাত, আর পাঁচটা আশ্রমের মতো পুজো অর্চনার আশ্রম এটা নয় ।

প্রকৃতি সবুজ নিরিবিলি আর নদীর তীরে এক শান্তির বাসস্থান.. এক শরীর ভালো করার জায়গা, মন শান্ত করার জায়গা.. । কলকাতা থেকে মাত্র ১৮০ কিলোমিটারের দূরত্ব হবে। এই গন্তব্যে পৌঁছানোর পথে শক্তিগড়ের কচুরি ও লেংচাকে প্রাতরাশ হিসাবে পেতে পারেন, এবং এরপর আশ্রমে পৌঁছে মুরগি খাসির মাংস উভয় উপভোগ করতে পারবেন। একদম ঘরোয়া রান্না।

খরচ- জন প্রতি ১৫০০/-rs(থাকা ও আহারাদি সহ), ২-৪-৬ বেডের সুব্যবস্থা আছে।

যোগাযোগ ~ আরুনি আশ্রম, জয়দেব কেন্দুলি, মুক্তি বসু( কানুদা) দূরভাষ 9330890409 / 9831801146…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*