বাজারে আসছে ইলেকট্রিক গাড়ি

বাজারে আসতে চলেছে ইলেট্রিক গাড়ি। তেল নয়, স্রেফ ব্যাটারি চার্জ দিয়েই চলবে দু-চাকা, চার চাকা। সম্প্রতি গাড়ি প্রস্তুতকারকদের এক সভায় এসে এই জল্পনা উস্কে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকরি। তেলের ভাণ্ডারে টান পড়ায় বিকল্প জ্বালানির সন্ধান চলছে বহুদিন ধরেই। গদকরির কথায় স্পষ্ট, এবার এ নিয়ে রীতিমতো কোমর বেঁধে নামছে মোদী সরকার। চলতি অর্থবর্ষেই বাজারে আসতে পারে এইসব ইলেট্রিক গাড়ি। একইসঙ্গে বিকল্প জ্বালানি হিসেবে ইথানল ও বায়ো ফুয়েলকে জনপ্রিয় করতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। পাশাপাশি ইলেট্রিক গাড়ির জন্য চার্জিং সেন্টার গড়ার ও উদ্যোগ নিচ্ছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*