কাশ্মীরে ভারী তুষারপাতের জেরে ব্যহত যানচলাচল

 

সকাল থেকে একটানা তুষারপাতে বন্ধ জম্মু ও কাশ্মীরের মুঘল রোড। শনিবার সকাল থেকেই পির পাঞ্জল রেঞ্জে বরফ পড়তে শুরু করে। যার ফলে পির পাঞ্জল রেঞ্জ সংলগ্ন মুঘল রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয় বাড়ির ছাদ থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির উপরেও জমেছে বরফের মোটা স্তর। তুষারপাতের জেরে ব্যহত হয়েছে যান চলাচল। তুষারপাতের কারনে শুক্রবার উত্তর কাশ্মীরের গুলমার্গ, লাদাখের লেহ এবং কার্গিলের তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়। গত রাতে লেহর তাপমাত্রা ছিল মাইনাস ৬.৯। চলতি মাসের ১৫ তারিখ থেকেই কাশ্মীর উপত্যকায় শুরু হয়েছে তুষারপাত। এরপর থেকেই কমতে থাকে তাপমাত্রা। আবহাওয়া দফতর তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*