আজকের দিন

মিনাক্ষী শেষাদ্রী

তিনি ১৬ নভেম্বর ১৯৬৩ সালে সিন্দরী, ঝাড়খন্ডে জন্মগ্রহণ করেন। একজন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসাবে তিনি পরিচিত ছিলেন। ১৯৮১ সালে ১৭ বছর বয়সে তিনি মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন।
তিনি প্রথম পেন্টার বাবু সিনেমায় অভিনয় করেন তারপর হিরো, বেওয়াফাই, মেরি জং, ডাকাত, ইনাম দশ হাজার, সাহেনশাহ, জুর্ম, ঘর পরিবার, দামিনী, স্বাতী, দেহলিজ, ঘাতক ইত্যাদি ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।

মিহির সেন

(১৬ নভেম্বর, ১৯৩০ – ১১ জুন, ১৯৯৭) একজন বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তরণবিদ যিনি প্রথম ভারতীয় হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন। গিনেস বিশ্ব রেকর্ড বইতে ১৯৬৯ সালে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
লন্ডনে গিয়ে তিনি রেলওয়ে স্টেশনে নৈশ কুলীর কাজ করতে থাকেন। ভারতীয় হাই কমিশনের ইন্ডিয়া হাউসে যোগাযোগ হওয়ার পর লিংকনস ইন’ এ তার ব্যারিস্টারী পড়া শুরু হয়। সারাদিন ইন্ডিয়া হাউসে কাজ কর‍তেন ও রাত্রে পড়াশোনা করতেন তিনি। স্থানীয় একটি পত্রিকায় আমেরিকান সাঁতারু ফ্লোরেন্স চ্যাডউইকের সাক্ষাৎকার পড়ার পর তিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার করার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেন। যদিও তার এর আগে দীর্ঘ সাঁতারের অভিজ্ঞতা ছিলনা। কিছুদিন প্রশিক্ষনের পর তিনি ফ্রি স্টাইল সাঁতারে দক্ষ হয়ে ওঠেন। কয়েকবার চেষ্টার পরে ২৭ সেপ্টেম্বর, ১৯৫২ সালে প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। সময়ের হিসেবে তার এই সাঁতার কৃতিত্ব ছিল বিশ্বের চতুর্থ দ্রুততম।
পদ্মশ্রী, পদ্মভূষণ, ব্লিটজ নেহেরু ট্রফি, ইত্যাদি সম্মানপ সম্মানিত হত তিনি। মিহির সেন এলজাইমার্স ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে ১৯৯৭ সালের জুন মাসে মারা যান।
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধা।

রামোজি রাও

তিনি রামোজি ফিল্ম সিটির কর্ণধার। ১৬ নভেম্বর ১৯৩৬ সালে তিনি জন্মগ্রহণ করেন। এছাড়াও তিনি একজন ব্যবসায়ী, প্রযোজক, জার্নালিস্ট।
জন্মদিনে তাঁকে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা

আদিত্য রয় কাপুর

তিনি ১৬ নভেম্বর ১৯৮১ সালে মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। আদিত্য রয় কাপুর হিন্দি সিনেমার অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা। তিনি প্রথমে তার ক্যারিয়ার একজন ভিজে হিসেবে শুরু করেন। তিনি প্রথমে লন্ডন ড্রিমস এ একজন গিটারিস্ট হিসেবে অভিনয় করেন। এরপর আদিত্য রয় কাপুর অ্যাকশন রিপ্লাই নামক চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর গুজারিশ সিনেমায়ও তিনি অভিনয় করেন। কিন্তু সিনেমাগুলো বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করতে পারেনি। এরপর তিনি আশিকি ২ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এবং এই রোম্যান্টিক সিনেমাটি সাফল্য লাভ করে। তারপর আদিত্য রয় কাপুর অভিনীত রোম্যান্টিক – কমেডি সিনেমা ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী বাণিজ্যিকভাবে প্রচুর সাফল্য লাভ করে।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*