সৌদি নারীদের স্টেডিয়ামে যাবার অনুমতি দেওয়া হচ্ছে

২০১৮ সাল থেকে সৌদি আরবে নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হবে। অতি রক্ষণশীল সৌদি সমাজে নারীদের ওপর নানা ধরনের কড়া বিধিনিষেধ আছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছিলেন, সৌদি আরব আগে যে রকম ছিল, ঠিক সেই অবস্থায় ফিরে যাবে। নাগরিকরা যাতে দেশের মধ্যেই বিনোদন উপভোগ করতে পারে সেজন্য দেশের অর্থনীতি চাঙ্গা করা হবে। এর আগে গত মাসে জাতীয় দিবস উপলক্ষে রিয়াধের একটি স্টেডিয়ামে নারীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
দেশের তিনটি বড় শহর- রিয়াধ, জেদ্দা ও দাম্মামে ২০১৮ সালের প্রথম দিক থেকে নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হবে। সেসব স্টেডিয়ামে নারীদের যাবার অনুমতি দেওয়া হচ্ছে, সেগুলোতে রেস্টুরেন্ট, ক্যাফে ও বড় পর্দা বসানো হবে।
তবে অতি রক্ষণশীল দেশটিতে সালমানের সংস্কার উদ্যোগ বাস্তবায়ন খুব একটা সহজ হবে না। গত মাসে জাতীয় দিবস উপলক্ষে নারীদের স্টেডিয়ামে ঢোকার যে অনুমতি দেওয়া হলে সেটি নিয়ে কট্টরপন্থীদের অনেকে সমালোচনা করেন। (সূত্র অনুসারে)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*