শেষ হলো সবং উপনির্বাচন, ভোট পড়ল ৮৫ শতাংশ

নির্বিঘ্নেই মিটল সবংয়ের উপনির্বাচন পর্ব। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৫ শতাংশ। মোট বুথের সংখ্যা ৩০৬। ২লক্ষ ৪৫ হাজার ২৫৯ জন মানুষ প্রার্থীদের ভাগ্য নির্ধারন করবেন। সবং ব্লকের ভোটারের সংখ্যা ২লক্ষ ১ হাজার ১৪২ জন আর পিংলা ব্লকের ভোটারের সংখ্যা ৪৪হাজার ১১৭ জন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও অধিকাংশ বুথেই দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর। ২৪ ডিসেম্বর অর্থাৎ রবিবার ভোটের ফলাফল ঘোষিত হবে।

সবংয়ে নির্বাচনী লড়াই এবার পাঁচজনের মধ্যে। তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানি ভুঁইঞা, সিপিআই(এম) প্রার্থী রীতা জানা মণ্ডল, কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক, বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য এবং এসইউসিআই প্রার্থী দীনেশ মেইকাপ। ২০১৬ সালে এই ওয়ার্ড থেকেই জিতেছিলেন মানস ভূঞ্যা। এবছর ভোটে তংণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন তাঁর স্ত্রী গীতারানি। প্রসঙ্গত, মানস বাবু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এই উপনির্বাচন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*