সবং-এ আগামীদিনে জয় সময়ের অপেক্ষাঃ অভিষেক

পিয়ালি আচার্যঃ ২০১৬ বিধানসভা নির্বাচনে মানস ভূঞ্যা সবং বিধানসভা কেন্দ্র থেকে ৫০০০০ ভোটে জয়ী হয়েছিলেন। পরে মানসবাবু তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হন। সেই আসনেই উপনির্বাচন হচ্ছে, প্রার্থী গীতারাণী ভূঞ্যা। এদিন গীতারাণী ভূঞ্যার প্রচারে তরুণ তুর্কী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, মানসবাবুর থেকে ১০০০০ বেশি ভোট গীতারাণী পাবেনই। অভিষেকের আশা ৭০০০০ ভোটে জিতবেন গীতারাণী ভূঞ্যা। অত্যন্ত দৃঢ়তার সাথে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং সাংসদ অভিষেক বলেন, সবং-এ আগামী দিনের জয় শুধু সময়ের অপেক্ষা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারারজ্যের মত সবং-এ প্রভূত উন্নতি হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সবক্ষত্রেই উন্নয়নের ছোঁয়া। মানুষের বাড়িতে আসছে ২টাকা কিলো চাল-গম। সবুজ সাথীর সাইকেল দেওয়ার ক্ষেত্রে দেখা হয় না কোনো ভোটের অঙ্ক। কণ্যাশ্রী প্রদানে নেই কোনো রাজনীতির রঙ। সুতরাং বিরোধীরা যে ধুলিস্যাৎ হয়ে যাবেন তা বারবার বলেন অভিষেক। অত্যন্ত বলিষ্ঠ ভাবে তিনি বলেন, ২৪শে ডিসেম্বর ফল প্রকাশ হলে দেখা যাবে, তৃণমূল প্রার্থী জয়ী হবেন এবং সবুজ আবীরে মাখবেন নেতা-কর্মীরা। আর কাঁচকলা খেয়ে আঙুল চুষবেন বিরোধীরা। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, এইসব দু’নম্বরী নেতাকর্মীদের গালে গণতান্ত্রিকভাবে চড় মারুন।

চিত্রগ্রাহকঃ প্রশান্ত দাস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*