সভাপতি হওয়ার পর প্রথম উত্তরপ্রদেশ সফরে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাহুল

কংগ্রেস সভাপতি হিসেবে প্রথমবার আমেঠি ও রায়বেরেলি সফরে গেলেন রাহুল গান্ধী। আর গিয়েই বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন সোনিয়া তনয়। তাঁর অভিযোগ, মানুষকে করা প্রতিশ্রুতি তো পূরণ হয়ই নি, অপরদিকে ক্রমাগত মিথ্যে কথা বলে গিয়েছে শাসক দল। সোমবার, রায়বেরেলি জেলার আমেঠি লোকসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তব্য রাখেন রাহুল। সেখানে কংগ্রেস সভাপতি বলেন, বিজেপি ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছে। আমজনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা পড়া, কৃষকদের সঠিক মূল্য দেওয়া অথবা সড়ক নির্মাণ করা সব বিষয় নিয়েই সাধারন মানুষকে মিথ্যে বলেছে মোদী সরকার।

পাশাপাশি কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, দেশে লক্ষ লক্ষ যুবক কর্মহীন রয়েছেন, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে নিশ্চুপ। সভামঞ্চ থেকেই বিজেপির এসব মিথ্যে তুলে ধরার জন্য কংগ্রেস কর্মীদের নির্দেশ দেন তিনি। রাহুল বলেন, বিজেপির এই মিথ্যে মানুষের সামনে তুলে ধরা আপনাদের দায়িত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*