ফিলিপাইন্সের শপিং মলে অগ্নিকান্ডে অন্তত ৩৭ জন নিহত

ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা থেকে আটশ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে আগুন লাগে। আগুন লাগার ফলে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সূত্রের খবর শনিবার সকালে শপিং মলের থার্ড ফ্লোরের একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা উপরের তলার একটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লাগার কারণ জানা যায়নি এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
ঐ শহরের ভাইস মেয়র পাওলো দুতার্তে জানিয়েছেন, শপিং মলে আগুনের ঘটনায় নিখোঁজ ৩৭ জনের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। আমাদের অগ্নিনির্বাপক কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো যেখানে আগুন জ্বলছে সেগুলো নেভানোর, আসুন আমরা মৃতদের জন্য প্রার্থনা করি।
পাওলো দুতার্তের বাবা প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে যিনি আগে এই শহরের মেয়র ছিলেন, তিনি শনিবার এই শহরেই ছিলেন এবং পরিবারের সাথে ছুটি কাটাচ্ছিলেন, তিনি দুর্ঘনায় নিখোঁজ হওয়া লোকজনের পরিবারের সঙ্গে দেখা করেছেন।

ছবি ও তথ্যঃ সূত্র থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*