মনোহর পারিক্করের জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধামনন্ত্রী, বাদ গেলেন না মানেকা গান্ধী ও পিযূষ গোয়েল

বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ৬২ তম জন্মদিন। এদিন সকাল থেকেই গোয়ার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন দলের কর্মী, সমর্থক ছাড়াও হেভিওয়েট নেতা কর্মীরা। বুধবার সকালে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ট্যুইটারে মোদী লেখেন, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর জি- এর জন্মদিনে অনেক শুভেচ্ছা। ওঁর দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করি।

কেন্দ্রের নারী ও শিশুকল্যান দফতরের মন্ত্রী মানেকা গান্ধীও ট্যুইট করে মনোহর পারিক্করকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন শ্রী মনোহর পারিক্কর জি কে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুখ ও সুস্থতা কামনা করি। ভবিষ্যৎ আরও সাফল্যময় হয়ে উঠুক এই কামনাই করি।

 পাশাপাশি গোয়ার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেন নি কেন্দ্রের রেল ও কয়লা মন্ত্রী পিযূষ গোয়েল। এদিন তিনি ট্যুইটারে লেখেন, জন্মদিনে শ্রী মনোহর পারিক্করকে উষ্ণ অভ্যর্থণা জানাই। তিনি একজন নম্র ও দয়াশীল নেতা, যিনি গোয়ার মানুষদের উন্নয়ণ এবং সমৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

১৯৫৫ সালের ১৩ই ডিসেম্বর গোয়ার মাপুসায় জন্মগ্রহণ করেন মনোহর পারিক্কর। পুরো নাম মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিক্কর। দীর্ঘ ৩ বছর দায়িত্বের সঙ্গে প্রতিরক্ষা দফতরের মন্ত্রীত্ব সামলানোর পর ২০১৭ সালের ১৪ই মার্চ গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন তিনি। এর আগেও ২০০০ থেকে ২০০৫ দীর্ঘ ৫ বছর এবং ২০১২ থেকে ২০১৪ এই দুবছর গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি। স্কুলে পড়ার সময় থেকেই সক্রিয় ভাবে আরএসএস-এ যোগদান করেন। আইআইটি থেকে পাশ করার পর গুজরাটেই দলের হয়ে কাজ করতেন। মাত্র ২৬ বছর বয়সেই সঙ্ঘচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে গোয়ার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রথম জয়লাভ করেন। এরপর ২০০০ সালের ২৪শে অক্টোবর গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন তিনি। প্রসঙ্গত, ২০০১ সালে তাঁর স্ত্রী মেধা পারিক্কর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর দুই ছেলে। একজন উৎপল পারিক্কর এবং অপরজন অভিজাত পারিক্কর।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*