সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ, ঘটনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগের ঘটনায় উদ্বেগপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইটারে তিনি লেখেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ৪ বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্ট সম্পর্কে যেসব বিবৃতি শুনলাম, দেশের নাগরিক হিসেবে এটা আমাদের কাছে সত্যিই ভয়ের বিষয়। পাশাপাশি আরও একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানান, বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। বিচারব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত হস্তক্ষেপ বিপজ্জনক।

প্রসঙ্গত, শনিবার সাংবাদিক বৈঠক করে শীর্ষ আদালতের প্রশাসনিক কাজকর্ম নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ৪ বিচারপতি । তাদের অভিযোগ, সুপ্রিমকোর্টের প্রশাসন ঠিকঠাক চলছে না। গত কয়েক মাস ধরে অনেক কিছুই ঘটছে যা অবাঞ্ছিত। গণতন্ত্র আজ বিপন্ন। মূলত মামলা বন্টন নিয়ে চার বিচারপতি ক্ষোভে ফেটে পড়েছেন। এ প্রসঙ্গে সরাসরি প্রধান বিচারপতি দীপক মিশ্রকে ব্যর্থ বলেই অভিহিত করেছেন তারা। এদিন বিচারপতি জে চেলামেশ্বর নিজের বাড়িতেই ডাকেন সাংবাদিক বৈঠক ৷ তাঁর সঙ্গেই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বিচারপতি কুরিয়েন জোসেফ, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি মদন লকুর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*