বাংলায় বিনিয়োগের লক্ষ্যে একাধিক বৈঠকে মমতা

বাংলায় বিনিয়োগ টানার লক্ষ্যে মুম্বাই সফরে বাংলার মুখ্যমন্ত্রী। শিল্পপতি ও বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক বৈঠকও করছেন।

সূত্রের খবর, মুকেশ আম্বানি ডাটা বেস হাব করতে চাইছেন বাংলায়। এই ডাটা বেস হাব তৈরি হলে প্রায় ১ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আম্বানিকে বলেছেন, আবেদন করুন, আমি খুব শীঘ্রই জমির ব্যবস্থা করে দেব।

আইএসএল-এর ফাইনাল যুবভারতীতে করার জন্য মুকেশ আম্বানিকে বলেন মুখ্যমন্ত্রী। মুকেশ আম্বানি জানান, বিষয়টি মাথায় আছে। করলে ভালো হয়।

আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে ব্যাঙ্কারসদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রাত্রি ৮ টায় ইয়ং প্রেসিডেন্টস অর্গানাইজেশন-এর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী দেওরা-র পুত্র মিলিন্দ দেওরা ট্রাইডেন্ট-এ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বেরিয়ে এসে তিনি জানান, আমার বাবার সঙ্গে ওঁনার ভালো সম্পর্ক ছিল। আমার সঙ্গেও ভালো সম্পর্ক। অনেকদিনের পরিচয়। অনেকদিন দেখা হয়নি। তাই যখন শুনলাম উনি এসেছেন, তাই দেখা করতে এলাম। পুরোটাই ব্যক্তিগত, এর মধ্যে পলিটিক্যাল কোনও কিছু নিয়ে আলোচনা হয়নি।

তাজমহল প্যালেস হোটেলে ব্যাঙ্কারসদের সঙ্গে বৈঠক চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বৈঠকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিল্পপতিরা। রয়েছেন আদি গোদরেজ, সজ্জন জিন্দাল, মিত্তাল, হীরানন্দী প্রমুখ। 

বৈঠকে ছিলেন এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার, কোটাক মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান উদয় কোটাক। বৈঠক শেষ হয়েছে।  

ইয়ং প্রেসিডেন্টস অর্গানাইজেশন-এর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*