পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষীসাব্যস্ত লালু, ৩ জানুয়ারী সাজা ঘোষণা

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষীসাব্যস্ত হলেন লালুপ্রসাদ যাদব। লালু ছাড়াও ১৫ জনকে দোষীসাব্যস্ত করল রাঁচির বিশেষ সিবিআই আদালত। ২০১৮ সালের ৩ জানুয়ারি ঘোষণা হবে সাজা। এদিকে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৭ জনকে বেকসুর খালাস করেছে আদালত। রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারপতি শিবপাল সিং এই রায় দিলেন।

প্রসঙ্গত, ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পশুখাদ্যের নাম করে কোষাগার থেকে প্রায় ৯০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে লালুপ্রসাদ যাদব, জগন্নাথ মিশ্র, আর. কে. রানা, প্রাক্তন আইএএস অফিসার ফুলচাঁদ সিং, বেক জুলিয়াস, মহেশ প্রসাদ, বিহারের বিদ্যাসাগর নিশাদ, জগদীশ শর্মা ও ধ্রুব ভগতদের মতো সাংসদ, আইএএস অফিসার ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। শুরু হয় মামলা। ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। ১৯৯৭ সালের ২৭ অক্টোবর ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রের এই তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। তিনজন রাজসাক্ষী হয়েছেন। দু’জন অপরাধ স্বীকার করে নিয়েছেন।

উল্লেখ্য এর আগেও পশুখাদ্য সংক্রান্ত অন্য একটি মামলায় লালুপ্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। পরে ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০B, ৪০৯, ৪১৮, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭ (A), ২০১ ও ৫১১ এবং দুর্নীতি দমন আইনের ১৩ (১) D ও ১৩ (২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই মামলাটি ছাড়াও লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারির আরও তিনটি মামলা ঝুলছে। ফলে আজ থেকে সাজা ঘোষণার দিন ৩ জানুয়ারি পর্যন্ত লালুকে জেলেই থাকতে হবে।

Virus-free. www.avast.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*