আজ শপথ কুমারস্বামীর

আজ বিকেল সাড়ে ৪টেয় কুমারস্বামীর শপথ গ্রহণ। উপমুখ্যযমন্ত্রী পদে শপথ নেবেন কংগ্রেসের জি পরমেস্বামী। তার আগেই স্পিকার, উপ-মুখ্যমন্ত্রী সহ কর্ণাটক মন্ত্রিসভার সিংহভাগ দখল কংগ্রেসের। আজ বুধবার বহু প্রতীক্ষার পরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিজেপিকে পরাস্ত করে সরকার গঠন করতে চলেছেন তিনি। কংগ্রেস-সহ বিজেপি বিরোধী প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বই বেঙ্গালুরুতে ভিড় জমাবেন।

তারপরে বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে কুমারস্বামীকে। তারপরে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করবেন তিনি।

কংগ্রেস-জেডিএস জোট কতটা পোক্ত হবে তা নিয়ে গত দুদিনে অনেক আলোচনা হয়েছে। কুমারস্বামী নিজে বলছেন কংগ্রেসের সঙ্গে কোনও সমস্যা নেই। তবে ইতিমধ্যে বেশি আসন পাওয়া কংগ্রেস হাবেভাবে জমি শক্ত করতে শুরু করে দিয়েছে। কংগ্রেস নেতা ডিকে শিবকুমার জোট ঠিক রাখার দায় কুমারস্বামীর উপরে চাপিয়েছেন।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*