কাসুরে বছর ৭-এর এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিক্ষোভ, পুলিশের গুলিতে মৃত ২

কয়েকদিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি ময়লার স্তুপ থেকে উদ্ধার হলো সাত বছর বয়সী জয়নবের মৃতদেহ। প্রসঙ্গত, গত দুই বছরে পাকিস্তানের কাসুর শহরটিতে ১২টি শিশুকে একইভাবে হত্যা করা হয়েছে। ফলে প্রকট হয়েছে পুলিশের ব্যর্থতা। বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে কাসুরের পুলিশ সদরদপ্তরে হামলা করলে পুলিশ গুলি চালায়। সেখানেই দুই বিক্ষোভকারী নিহত হন বলে খবর।

অন্যদিকে পুলিশের কর্মকর্তাদের দাবি, ৫টি শিশুকে হত্যার পিছনে এক ব্যক্তিকে চিহ্নিত করেছেন তাঁরা। অপরাধীকে ধরতে ৯০ জন সন্দেহভাজনের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে লাহোর থেকে ২০ কিলোমিটার দূরের শহর কাসুরেও জয়নবের মৃত্যুর ঘটনা সাধারন মানুষদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। স্থানীয়রা জানান, মসজিদে কোরান পড়া শেষ করে বাড়ি ফিরছিলো জয়নব, তখন থেকেই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যদের অভিযোগ, নিখোঁজের বিষয়টি জানানোর পরও পুলিশ তেমন কোনো তৎপরতা দেখায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*