ভারতে এলেন ট্রাম্প পুত্র জুনিয়র ডোনাল্ড ট্রাম্প

ইভাঙ্কার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র জুনিয়র ট্রাম্প এলেন ভারতে। মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন জুনিয়র ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সফরে সরকারি শিলমোহর না-থাকলেও ভারত-প্রশান্তমহাসাগরীয় কূটনীতির ওপর বক্তৃতা রাখবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন বলেও খবর। মূলত, ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসার তদারকি করতে মূলত এ দেশে আসছেন জুনিয়র ট্রাম্প। মুম্বই, নয়া দিল্লি-সহ গুরুগ্রাম, কলকাতায় ট্রাম্প ব্যবসার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

তবে, জুনিয়র ট্রাম্পের এই সফর নিয়ে নজরকাড়া বিজ্ঞাপন দেখা গেল প্রথম সারির সংবাদপত্রগুলিতে। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, “রিশেপিং ইন্দো-পেসিফিক টাই: দ্য নিউ এরা অব কোঅপারেশন” শীর্ষক বাণিজ্য সম্মলনে বক্তৃতা রাখবেন ৪৫ বছর বয়সী ট্রাম্প প্রশাসনের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। ওই অনুষ্ঠানে ‘প্রিপেয়ারিং ইন্ডিয়া ফর দ্য ফিউচার’ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*