জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ গবেষক

আবারও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ এক পড়ুয়া। ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছিলেন মুকুল জৈন নামে ওই গবেষক। ইগনু (IGNOU) থেকে রিসার্চ করলেও জেএনইউ (জওহরলাল নেহরু ইউনিভার্সিটি) একটি গবেষণাগারে রিসার্চ করতেন তিনি। কিন্তু গত সোমবারের পর থেকে ওই পড়ুয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। আর বুধবারই এই খবরটি প্রকাশ্যে আসে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁরা নিখোঁজ পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলেছেন কিন্তু পরিবারের তরফ থেকে বেশী কিছু তথ্য সংগ্রহ করতে পারেন নি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি এক মহিলার সঙ্গে বন্ধুত্ব বিচ্ছেদ হওয়ার পরই কিছুদিন ধরেই জৈন খুব মনমরা হয়ে থাকতো।

এদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, মুকুল জৈন সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকের গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে তাঁর নাম না থাকলেও সেখানকার কো- গাইড হিসেবে কাজ করতেন নিখোঁজ ওই ছাত্র। ঘটনার পর বসন্ত কুঞ্জ থানায় অভিযোগ গায়ের করা হয়। তদন্তে নেমেছে পুলিশ।

যদিও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিখোঁজের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৬ সালের ১৫ অক্টোবর ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে যায় নাজিব আহমেদ নামে এক ছাত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*