আইসিসি-র প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর ইন্দ্রা নুয়ি

আইসিসি-র প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর হলেন পেপসিকো চেয়ারম্যান ইন্দ্রা নুয়ি। শুক্রবারের সভায় কোনও বিরোধিতা ছাড়াই নির্বাচিত করা হয় ইন্দ্রাকে। চলতি বছরের জুনে বোর্ডের হয়ে কাজ শুরু করবেন তিনি। এদিন আইসিসি-র তরফে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়। সেখানে বলা হয়েছে, এদিনের বৈঠকে নুয়ীর মনোনয়ন সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
প্রতিক্রিয়ায় নুয়ী জানানস, আইসিসি-র সঙ্গে যুক্ত হতে পেরে তিনি রোমাঞ্চিত। বলেন, এই ভূমিকায় প্রথম ব্যক্তি হিসেবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। নতুন সতীর্থ থেকে শুরু করে আইসিসি-র অংশীদার ও বিশ্বব্যাপী ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*