আজ কটকে শ্রীলঙ্কার সাথে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারত

একদিনের সিরিজে জয়লাভের পর আজ কটকে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। রোহিত শর্মার নেতৃত্বে এই ম্যাচে আবার দলে ফিরতে পারেন ভারতের বাঁহাতি পেসার জয়দেব উনাদকট। গতকাল ভারতীয় দলের অনুশীলনে পাওয়া ইঙ্গিত ঠিক হলে অনেক দিন পরে ভারতের জার্সিতে ফের বল করতে দেখা যাবে কোনও বাঁ-হাতি পেসারকে। আর সেই বোলার হবেন উনাদকাট। সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে বা আগের বার রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে আইপিএলে দারুন বল করা উনাদকট দলে ফিরছেন একটাই কারণে, সারা দেশে ভাল কোনও বাঁ-হাতি পেসারই নেই। সাত বছর আগে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে অভিষেক টেস্ট খেলতে নেমে ব্যর্থ হয়েছিলেন তিনি। বিপর্যয়ের মুখে পড়ে তাঁর কেরিয়ার। ২৬ ওভারে ১০১ রান দিয়ে কোনও উইকেট না পাওয়ার পরে জাতীয় দলের দরজা বন্ধ হয়েছিল। পোরবন্দর থেকে আসা বাঁ হাতি পেসার আর কখনও টেস্ট খেলেননি। ওয়ান ডে খেলেছেন মাত্র সাতটি। তাতে উইকেট পেয়েছেন মোট আটটি। দেশের জার্সিতে জীবনের একমাত্র টি-টোয়েন্টি খেলেন গত বছরের জুনে হারারে-তে। তা-ও সেই সুযোগ এসেছিল কারণ, প্রথম সারির অনেক ক্রিকেটার জিম্বাবোয়ে সফরে না গিয়ে বিশ্রাম নিয়েছিলেন। যাই হোক, আবারও তার প্রত্যাবর্তন ঘটছে কটকে। দেখা যাক জয়দেব উনাদকট তার পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের কি ভাবে প্রভাবিত করতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*