কেন বাংলায় ৭ দফায় নির্বাচন? কারণ জানালেন রাজীব কুমার

 লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল প্রকাশ করা হবে। কেন এবার ৭ দফায় নির্বাচন করা হচ্ছে, তার কারণও জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

এ দিন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “দেশের ভৌগলিক চিত্র দেখুন। নদী থেকে পাহাড়, মরুভূমি। নির্বাচনের সঙ্গে যুক্ত নিরাপত্তা বাহিনীর কথা ভাবুন। তাদের উপরে কী চাপ দেখুন। ২-৩ দিনের সময়ের মধ্যে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। এর মাঝে হোলি থেকে শুরু করে রাম নবমী-হাজারো উৎসব রয়েছে। তার মাঝে নির্বাচনের দিনক্ষণ স্থির করতে হয়।”

একাধিক দফায় নির্বাচন নিয়ে বিরোধীদের যে অভিযোগ রয়েছে, তার জবাব দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “কারোর সুবিধার জন্য বিভিন্ন দফায় ভেঙে নির্বাচন করানো হয় না। এই ভুল ধারণা রাখবেন না। প্রত্যেকটি রাজ্য আলাদা। কোনও রাজ্যে এক দফায় নির্বাচন হচ্ছে, কোনও রাজ্যে সাত দফায় নির্বাচন হচ্ছে। যে রাজ্যগুলিতে সাত দফায় নির্বাচন হচ্ছে, সেখানে লোকসভা আসন সংখ্যা বেশি, কেন্দ্র বেশি।”

এদিন কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, লোকসভার পাশাপাশি একইসঙ্গে বাংলার দুটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। ভগবানগোলা এবং বরাহনগরে উপনির্বাচন হবে। এই দুই কেন্দ্রের সঙ্গে দেশের মোট ২৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বাংলায় সাত দফার ভোটের মধ্যে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় দফা ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭ মে। ১৩ মে চতুর্থ দফার ভোট। পঞ্চম দফা ২০ মে। ষষ্ঠ দফা ২৫ মে। ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোট হবে বাংলায়। বাংলার মতোই সাত দফার ভোট হচ্ছে বিহার ও উত্তর প্রদেশে। ভোট গণনা ৪ জুন। 

দেখুন কোথায় কবে ভোট

বাংলায় ৪২ আসনে ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। ভোটগ্রহণ হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ।

দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল। ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট লোকসভা কেন্দ্রে। 

৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ। তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।  

১৩ মে চতুর্থ দফার ভোট। চতুর্থ দফায় বাংলার ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। 

২০ মে পঞ্চম দফার ভোট। এই দফায় ভোটগ্রহণ হবে সাতটি কেন্দ্রে। লোকসভা কেন্দ্রগুলি হল- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ। 

২৫ মে ষষ্ঠ দফার ভোট। ষষ্ঠ দফায় আটটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- তমলক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। 

বাংলা তথা দেশে শেষদফার ভোটগ্রহণ হবে ১ জুন। শেষ দফায় বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*