আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক মানবাধিকার দিবসের ৬৯ বছর পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আইন মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানটি হাইকোর্টের অডিটোরিয়ামে।
এদিন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, কাউকে মানবাধিকার লঙ্ঘন করা উচিৎ নয়। মানবাধিকার রক্ষা করা সকলের দায়িত্ব। মুখ্যমন্ত্রী মানবাধিকার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের প্রসঙ্গ তুলে এনে বলেন, গতকাল একটি ঘটনা দেখছিলাম, একজনকে জীবিত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি কোনও রাজনীতি করার জন্য বলছি না। এটা অমানবিক, দানবিক, এই ঘটনার নিন্দা করার ভাষা নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, এটাও মানবাধিকার লঙ্ঘন করেছে। সেক্ষেত্রে মানবাধিকার কমিশন এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই পারে। এই ঘটনার মামলা এই রাজ্যেও মানবাধিকার লঙ্ঘন করার জন্যে হতে পারে বলেও মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এরপর বলেন, আমি ওই পরিবারের সঙ্গেও কথা বলেছি। ওদের দায়িত্ব আমরা নেব। কিন্তু যে ঘটনা ঘটেছে তা দানবিক অমানবিক।
এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী PIL এর প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন PIL এখন বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এগুলি দেখা উচিৎ বলেও মুখ্যমন্ত্রী আবেদন করেন। তিনি আরও বলেন, আমি ল পড়েছি মাঝে মাঝে মনে হয় কিছু PIL এর ক্ষেত্রে আমি দাঁড়িয়ে যাই। তাহলে নিজের বলতে সুবিধা হবে। কিন্তু আমি তো মুখ্যমন্ত্রী এগুলো করতে গেলে পারমিশন লাগবে।

এদিন আধার প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, একটা শিশুর চোখের রেটিনা গড়তে সময় লাগে। সেক্ষেত্রেও বলছে আধার করতে হবে। ফোনের সঙ্গে আধার লিঙ্ক করতে বলছে, এতে তো এবার স্বামী স্ত্রী কি কথা বলছে তাও জানতে পারবে। এগুলো কি মানবাধিকার লঙ্ঘন নয়? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
রিপোর্টার-রফিক জমাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*