অটলবিহারি বাজপেয়ীর ৯৩ তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

সোমবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর ৯৩ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জির জন্মদিনে শুভেচ্ছা জানাই।

১৯২৪ সালের ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন অটলবিহারি বাজপেয়ি। তাঁর জন্মদিনকে গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করে সরকার। ১৯৩৯ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন অটলবিহারি বাজপেয়ি। ১৯৩৯ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন অটলবিহারি বাজপেয়ি। ১৯৪৭ সালে হন পুরো সময়ের সদস্য। ১৯৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী পদে বসেন অটলবিহারি বাজপেয়ি। মাত্র ১৩ দিনের জন্য সেই পদে ছিলেন। পরে আবারও প্রধানমন্ত্রী হন। এবার তাঁর নেতৃত্বে সরকার স্থায়ী হয় ১৩ মাস। ১৯৯৯ সালের নির্বাচনে তাঁর নেতৃত্বে কেন্দ্রে NDA সরকার গঠন হয়। তিনিই একমাত্র অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী, যিনি পুরো ৫ বছর সরকার টিকিয়ে রাখতে পেরেছিলেন। এছাড়াও ২০১৫ সালে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*