নদিয়ায় প্রশাসনিক বৈঠকে বিভিন্ন পরিষেবা নিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

আজ কৃষ্ণনগর সার্কিট হাউজে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পরিষেবা নিয়ে খোঁজ খবর নিলেন। তিনি জানতে চাইলেন, সবুজ সাথী-সাইকেল কত বাকি আছে? যা বাকি আছে আগামীকাল দিয়ে দিন।

এলাকায় লো ভোল্টেজ সমস্যা নিয়ে তিনি বলেন, কোন কোন পকেটে লো ভোল্টেজ আছে? সেই সমস্ত এলাকায় দেখে ঠিক করে নিন। যাতে লো ভোল্টেজ না হয়। PWD-র কিছু কাজ বাকি আছে জেলায়। বাকি কাজ যা আছে করে নিন। তিনি বৈতরণী নিয়ে খোঁজ খবর নিলেন। নদীয়া জেলার বিধায়কদের বললেন মুখ্যমন্ত্রী, বিধায়করা শ্মশানঘাট কটা করে সাজিয়েছেন। শ্মশানঘাট ভাল করে সাজিয়ে তুলবেন। যা বাকি আছে করে নেবেন।

জলের সাপ্লাই নিয়ে খোঁজ খবর মুখ্যমন্ত্রীর। ঘাটতি থাকলে পূরণ করুন বললেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সবুশ্রী নিয়ে খোঁজ খবর নিলেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কেমন কাজ করেছে তার খোঁজ খবর মুখ্যমন্ত্রীর। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে তিনি বললেন, পার্কিং সেন্টার দরকার হলে তৈরি করুন।

শিক্ষা দফতরকে মুখ্যমন্ত্রী বললেন, নোট বুক, টেস্ট পেপার স্কুল গুলিতে ঠিকঠাক যাচ্ছে কিনা তার খোঁজ খবর নেবে। প্রাইভেট স্কুল গুলি নিয়ে কোনও প্রবলেম আছে কিনা তার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী।

আন-এডেড স্কুল যারা আছে তাদের সরকারী বই দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে খোঁজ খবর নিলেন। প্রাইভেট হাসপাতাল নিয়েও খোঁজ খবর নিলেন।

এদিন প্রশাসনিক বৈঠকে ছাত্র-ছাত্রীদের থেকে খোঁজ খবর মুখ্যমন্ত্রীর। কি কি সমস্যা আছে ও কি কি করা দরকার তার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী।

পাট্টা বিলি কোথায় কোথায় বাকি আছে। তা দেখে করে নিন। এদিন মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে বিধায়িকা মহুয়া মৈত্র জানালেন, “রেশনে চাল খুব খারাপ দিচ্ছে বলে অভিযোগ আসছে।” বিধায়িকার অভিযোগ পাওয়ার পরই চালের কোয়ালিটি খারাপ কেনো হল, সংশ্লিষ্ট অফিসারদের ধমক মুখ্যমন্ত্রীর।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*