কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বললেন,”আমি মনে করি সবাইকে নিয়ে চলাই হল ধর্ম”

আজ বীরভূম জেলায় কেন্দুলিতে জয়দেব মেলা ও বাউল গিতানের উদ্বোধন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি, এদিনই অজয় নদের উপরে যে সেতু হওয়ার কথা গতকাল ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, তারও শিলান্যাস করবেন। এই সেতু কেন্দুলির সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা জোরদার করবে। এই দিন তিনি বলেন,

১ লক্ষ ৯৪ হাজার শিল্পীর পাশে সরকার আছে, থাকবে। শিল্পী আমাদের গর্ব, অহংকার। শিল্পীদের সরকারি বিজ্ঞাপনে কাজের সুযোগ দেওয়া হবে। সমস্ত মেলা গুলিতে লোকশিল্পীদের থাকা বাধ্যতামূলক। এতে শিল্পীদের কাজের সুযোগ বাড়বে।

এবার দিল্লী আমাদের ট্যাবলো টা করতে দিল না। আমাদের ট্যাবলোতে একসঙ্গে সব শিল্পীকে নিয়ে এসেছিলাম। এটা ওরা গ্রহণ করতে পারল না। ওরা সহ্য করতে পারল না। শিল্পীদের নিয়ে কীসের এত ভেদাভেদ। আমি মনে করি সবাইকে নিয়ে চলাই হল ধর্ম। আমি হিন্দু মুসলিমদের মধ্যে কেন ভেদাভেদ করব? কেন দলিতদের দূরে সরিয়ে রাখব? দলিতদের ভেদাভেদ না করে ভালবাসা দিয়ে তাদেরকে আনন্দে রাখাটা আমাদের দায়িত্ব। কেনো গরীব বড়লোক ভাগাভাগি করব? সবাইকে গেরুয়া পড়লে মানায় না। বাউলদের গেরুয়া মানায়। শিল্পীদের একটাই জাত। সেটা মানবিকতার। মনে রাখবেন বাংলা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*