সংহতি দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধর্মতলার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সংঘতি দিবস পালিত হচ্ছে। মূল বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত সুব্রত বক্সি, সুদিপ ব্যানার্জী, ডেরেক ও ব্রায়েন, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য্য, শশি পাঁজা এবং তৃণমূল যুব কংগ্রেস সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জী। বাবরি মসজিদ ধ্বংসের দিন ৬ ডিসেম্বর এর বর্ষপূর্তি পালিত হচ্ছে। ৯২ সালের ৫ই ডিসেম্বরকে স্মরণ করে প্রতিবছর পালিত হয় এই দিন। অভিষেক মালা দেন বি.আর.আম্বেদকরের ছবিতে। আজ আম্বেদকরের মৃত্যুদিন। এদিন সংহতি দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন-

১) বিজেপি দেশটাকে ভাগাভাগি করার চেষ্টা চালাচ্ছে।

২) ভাগাভাগির রাজনীতি করছে বিজেপি।

৩) দাঙ্গা বাধানোর চেষ্টা করছে।

৪) ওরা (বিজেপি) বলছে আমি নাকি মুসলিমদের তোষণ করছি। বাংলায় ৩১% মুসলিম আছে। তাদের ভাল রাখার দায়িত্ব আমার। তাতে যদি ওরা বলে আমি তোষণ করছি। তাহলে করছি, ১০০ বার করব।

৫) কন্ঠরোধ যতই করার চেষ্টা হোক। আমার কন্ঠ চলবে।

৬) সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলা হল সংস্কৃতি। আর এই সরকার বিভেদ করার রাজনীতি চালাচ্ছে।

৭) আমি সব ধর্মকে ভালবাসি। যতদিন বাঁচব ভালবেসে যাব।

৮) প্রতিবাদ করলেই এজেন্সি পাঠানো হচ্ছে।

৯) তৈরি হন, নজর রাখুন, যারা অচেনা লোক ঘুরে বেড়াচ্ছে, পুলিশকে খবর দিন। নিজে আইন হাতে তুলে নেবেন না।

১০) সুদীপদাকেও ৩ মাস জেল খাটতে হয়েছে। তাপসকে আটকে রেখেছে। মদনও জেল খেটেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*