বিধানসভার দ্বিতীয় ভাগের অধিবেশন বয়কট বিরোধীদের

রাজ্যে বিরোধী দলের নেতারা আক্রান্ত হচ্ছেন, এমনকি ছাড় পারছেন না শাসক তৃণমূল কংগ্রেস এর নেতারাও। রাজ্যে গনত্রন্ত্র আক্রান্ত। ডেঙ্গুর পর এবার এই অভিযোগে উত্তাল হলো রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন।
সোমবারও ডেঙ্গু নিয়ে আলোচনার দাবি তুলেছিল কংগ্রেস। কিন্তু আদালতের দোহাই নিয়ে সেই দাবি খারিজ করে দেন স্পিকার বিমান ব্যানার্জী। তারপর কংগ্রেস এবং বামের তরফে রাজ্যে গনত্রন্ত্র আক্রান্ত হচ্ছে এই দাবি নিয়ে আলোচনার দাবি তোলা হলে সেই “কলিং আটেনশন” খারিজ করে দেন বিমানবাবু।
তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস বাম বিধায়করা। ওয়েলে নেমে চললো বিক্ষোভ স্লোগানিং। ওয়াকআউট করে বিরোধী বাম কংগ্রেস। তারপর বিধানসভার প্রাঙ্গনে নেমে বিক্ষোভ স্লোগানিং চালালেন বিরোধী বিধায়করা। এই দাবি নিয়ে আজও বিধানসভার দ্বিতীয় ভাগের অধিবেশন বয়কট করলো বিরোধীরা। পাশাপাশি এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জবাবও দাবি করে বাম কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*