দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আজ শনিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে একটি উত্তেজক ম্যাচে পাকিস্তানকে দু’উইকেটে হারিয়ে টানা দু’বার দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। জয়ের জন্য ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুনীল রমেশের ৯৩ ও অধিনায়ক অজয় তিওয়ারির ৬২ রানের সুবাদে জয় পায় ভারত। আগের বিশ্বকাপ ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ান হয়েছিলো ভারত। এবারের বিশ্বকাপে ভারতীয় দল একটি ম্যাচেও হারেনি। সেমিফাইনালে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছয় ভারত। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। নির্ধারিত ৪০ ওভারে পাকিস্তান আট উইকেটে ৩০৭ রান করে। রান তাড়া করতে নেমে শেষদিকে পরপর কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, শেষপর্যন্ত জয় পায় ভারত।
এই দুর্দান্ত সাফল্যের জন্য দৃষ্টিহীন ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। যার মধ্যে আছেন মনিশ পান্ডে, শিখর ধাওয়ান, বীরেন্দ্র সেওয়াগ, মহম্মদ কাইফ, ভিভিএস লক্ষণ, হরভজন সিং এবং ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা মিতালী রাজ। আজ ফাইনালে উপস্থিত ছিলেন আইসিসি সিইও ডেভ রিচার্ডসন, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাহির আব্বাস এবং ভারতের প্রাক্তন উইকেট কিপার সৈয়দ কিরমানি।
ছবি ট্যুইটার থেকে

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*