জঙ্গিদের মৃত্যুতে আনন্দ করা উচিত নয়, এটা আমাদের সবার ব্যর্থতাঃ আইজাজ আহমেদ

কাশ্মীরে মৃত জঙ্গিরা আমাদের ভাই। বৃহষ্পতিবার, জঙ্গিদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন কাশ্মীরের বিধায়ক আইজাজ আহমেদ। আইজাজ আহমেদ মীর ওয়াচি বিধানসভা কেন্দ্রের পিডিপি বিধায়ক। তিনি বলেন, কাশ্মীরে রক্তপাত বন্ধ করতে হলে হুরিয়ত, জঙ্গি ও কাশ্মীরের সঙ্গে জড়িত থাকা অন্যদেরও একসঙ্গে আলোচনায় বসতে হবে। এরপরই তিনি জঙ্গিদের ভাই বলে সম্বোধন করে বলেন, আপনারা তাদেরকে জঙ্গি বলুন বা অন্য কিছু বলুন, তারা কাশ্মীরি। আমাদের ভাই। আমি সবাইকে অনুরোধ করব মৃত্যু নিয়ে রাজনীতি করা বন্ধ করুন আর হিংসা বন্ধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিন।

তিনি আরও বলেন, জঙ্গিদের মৃত্যুতে আমাদের আনন্দ করা উচিত নয়। এটা আমাদের সবার ব্যর্থতা। আমাদের নিরাপত্তারক্ষীরা যখন শহিদ হন তখন আমরা দুঃখ পাই। শহিদ জওয়ান ও জঙ্গিদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। জঙ্গিদের মধ্যে অনেকেই বয়সে ছোটো। তাঁরা ঠিক করছে না ভুল করছে সেটাই তাদের কাছে পরিষ্কার নয়।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে বর্তমানে ক্ষমতা আছে পিডিপি ও বিজেপি জোট। অতএব পিডিপি বিধায়কের এই বক্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*