রাতের পরীক্ষাতে সফল অগ্নি-৩ মিসাইল

রাতেও লক্ষ্যভেদ করতে সক্ষম অগ্নি-৩ মিসাইল ৷ গতকাল রাতে প্রথমবার রাতে অগ্নি-৩ মিসাইলের উৎক্ষেপণ হয় ৷ আর রাতে প্রথম পরীক্ষাতেই সফল হল ভূমি থেকে ভূমি পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৩ মিসাইল ৷

ওড়িশার বালাসোরের এ পি জে আবদুল কালাম দ্বীপে এই পরীক্ষা হয় রাত ৭ টা ২০ মিনিটে ৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, ১৮৬২ মাইল রেঞ্জের মিজ়াইলটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ৷ অগ্নি-৩ মিসাইল তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) ৷ ২০১১ সালে সেনাবাহিনীর হাতে অগ্নি-3 মিজ়াইলটি তুলে দেওয়া হয় ৷ মিসাইলটির রাতে কার্যক্ষমতা আজ পরীক্ষা হল ৷

এর আগে ১৬ নভেম্বর অগ্নি-২ মিসাইলের রাতে পরীক্ষা হয়৷ সেই পরীক্ষাও সফল হয়৷ নিজের লক্ষ্যবস্তুতে আঘাত করে অগ্নি-২।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*