টেট মামলায় হাই কোর্টের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত

রোজদিন ডেস্ক :- ২০১৪ সালের টেটের ভিত্তিতে রাজ্য দু’দফায় নিয়োগ করলেও ৩৯২৯টি পদে কোনও নিয়োগ করা হয়নি বলে অভিযোগ উঠেছিল। এ বিষয়ে কলকাতা হইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
একই সঙ্গে শীর্ষ আদালতেও জানিয়েছে, আগামীদিনে তৈরি হওয়া শূন্যপদের সঙ্গে ওই ৩৯২৯টি পদ যুক্ত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ।
২০২০ সালে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার মধ্যে ৩৯২৯টি পদ খালি রয়ে যায়।
পরে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ওই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মামলাকারীদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে ৩৯২৯টি পদে নিয়োগ করতে হবে।
নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান ২০১৭ সালের টেট উত্তীর্ণেরা।
তবে ডিভিশন বেঞ্চ মামলাকারীদের আর্জি খারিজ করে দেন। এরপরই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০১৭-র টেট উত্তীর্ণেরা।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ওই ৩৯২৯ পদটি যুক্ত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেখানে আবেদন করতে পারবেন ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*