পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় করতে আগামীকাল নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় করতে উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল রাজ্যের সমস্ত পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি । জানা গেছে, নবান্নের ১৪ তলার কনফারেন্স রুম থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক সেরে নেবেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এবং আইন- শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে বেশ কয়েকবার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে পুলিশ প্রশাসনকেও সতর্ক করেছেন তিনি । বেশ কয়েকবার নিজে বৈঠক করে পরিস্থিতি সামাল দিয়েছেন । এদিকে, পুলিশ প্রশাসনের সার্বিক তৎপরতায় নির্বিঘ্নে বাংলায় দুর্গাপুজো সম্পন্ন হয়েছে বলে সন্তোষও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, ডিসেম্বর – জানুয়ারি এই উৎসবের মাসেও রাজ্যের আইন- শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য বৈঠক সেরে নিতে চলেছেন তিনি।

নবান্ন সূত্র খবর, আগামীকাল নবান্নের ১৪ তলার কনফারেন্স রুমে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থ, DG বীরেন্দ্র, অতিরিক্ত DG (আইন শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং ও কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা । সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, IG এবং DIG-দের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*