আজ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সামনে কোহলিরা

আজ রবিবার ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটের পাল্টে যাওয়া নিয়মে খেলতে নামছে ভারত। একাধিক নিয়মের মধ্যে কয়েকটির প্রয়োগ খেলার রং বদলে দিতে পারে বলেও ধারণা। পাল্টে যাওয়া নিয়মে প্রথম ম্যাচ খেলতে নামার আগে বিরাট কোহালিও কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছেন। এ দিন সাংবাদিক সম্মেলনে এসে কোহালি বললেন, ‘‘কতগুলি নতুন নিয়ম একেবারে আলাদা। যেমন রান আউটের ক্ষেত্রে ব্যাটসম্যানের ক্রিজে পৌঁছনোর আইনটি নতুন হয়েছে। ডিআরএসে পরিবর্তন হয়েছে। ক্যাচিং নিয়ে হয়েছে। তাই কয়েকটি নিয়ম পরির্তন বেশ আকর্ষণীয়। আমার মনে হয় তাতে উত্তেজনা বাড়বে।’’।
পরপর কয়েকটি সিরিজ খেলা ভারতীয় দলের ক্লান্তি ম্যাচের মধ্যে প্রভাব পড়তে পারে বলে অনেকে ধারণা করছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ান ডে সিরিজে ৪-১ হারানোর পরেই এ বার সামনে নিউজিল্যান্ড। এই সিরিজেও নামার আগেই ভারত ফেভারিট। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের অধিনায়কের মুখেও যখন একই কথা, বিরাটদের মাঠে তাঁদের হারানো বেশ কঠিন। ভারতীয় দল সম্পর্কে দুনিয়ার বাকি অংশের উচ্চ ধারণা থাকলেও ভারত অধিনায়ক যে নিজের দল নিয়ে বেশ চিন্তায় রয়েছেন, এই সত্যিটা চেপে রাখলেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে নামার আগের দিনই বুঝিয়ে দিলেন, সামনে যে ঠাসা সূচি, তাতে দলের ক্রিকেটারদের সুস্থ ও তাজা রাখাটাই তাঁদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই সিরিজে ভারত তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*