মনীষীদের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে ধৃত এক ছাত্র

মনীষীদের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অপরাধে গতকাল রাতে এক ছাত্রকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। অভিযুক্ত ছাত্রের নাম মণিময় আইচ। দক্ষিণ কলকাতার একটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। আসল বাড়ি মেদিনীপুরে,পড়াশোনার জন্য গড়িয়া স্টেশনের কাছে একটি মেসভাড়া করে থাকত। দুবছর আগে আগে ফেসবুকে চালু হয়েছিল ‘Specified Tarkata’ নামের একটি পেজ। প্রথমে সিনেমার নায়ক-নায়িকাদের নিয়ে মজার কিছু কার্টুন পোস্ট হত নিয়মিত, ফলোয়ারের সংখ্যা বেড়েছিল। তবে মাসকয়েক আগে তা আর মজা নয় বদলে গেল নোংরামোয়,অসভ্যতায়। বিভিন্ন মনীষী এবং বিখ্যাত ব্যক্তিদের ছবি পোস্ট করে জুড়ে দেওয়া শুরু হল অশ্লীলতম মন্তব্য যা অত্যন্ত কুরুচিকর কাজ।পেজটির বিরুদ্ধে অনেক অভিযোগও জমা পড়ছিল।

তবে কলকাতা পুলিশ জানান অভিযোগের আগেই অবশ্য পেজটির বিকৃতমনস্ক পোস্টগুলি নজরে এসেছিল আমাদের সাইবার সেলের। এরপর থেকেই অফিসাররা আপ্রাণ চেষ্টা করছিলেন পেজটির সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের খুঁজে বার করার। তবে কাজটি মোটেই সহজসাধ্য ছিলনা। নিজের পরিচয় গোপন রাখতে বহু চেষ্টা করে অ্যাডমিন। অবশেষে গতকাল রাতে গ্রফতার করা হয়ে অভিযুক্তকে। এখন আপাতত কলকাতা পুলিশের হেপাজতেই আছে সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*