কমে গেলো শীতের দাপট, জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভবনা নেই

এক ধাক্কায় অনেকটাই কমলো শীতের দাপট। মঙ্গলবারের থেকে তিন ডিগ্রি বেড়ে গেলো তাপমাত্রার পারদ । বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল পারদ । পশ্চিমী ঝঞ্ঝাই তাপমাত্রা বাড়ার কারন বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা । পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার জেরে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী ২ দিন বৃষ্টিপাত হবে সিকিমেও।

অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের দাপট কমলেও দার্জিলিংয়ে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। বরফ পড়তে পারে সিকিমেও । তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী ২ দিন দক্ষিণবঙ্গে চলবে কুয়াশার দাপট । আগামী ৪৮ ঘণ্টায় এমনই থাকবে তাপমাত্রা । তবে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আর জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনাই নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*