পেট্রল, ডিজেলের উপর শুল্ক কমানোর আর্জি জানালো তেল মন্ত্রক

নতুন বাজেটে পেট্রল, ডিজেলের উপর শুল্ক কমানোর আর্জি জানালো তেল মন্ত্রক। জ্বালানি তেলের দাম ক্রমশই বেড়ে চলেছে। তাই শুল্ক কমিয়ে তেলের দামে রাশ টানার আর্জি জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে। উল্লেখ্য, মোদি সরকারের আমলে সেই দর রেকর্ড হারে বেড়ে গিয়েছে।

মঙ্গলবার, দিল্লিতে পেট্রলের খুচরো দর ছিল লিটার প্রতি ৭২ টাকা ২৩ পয়সা। যা গত তিন বছরের সর্বোচ্চ। রেকর্ডে পিছিয়ে নেই ডিজেলও। প্রতি লিটার ডিজেলের দাম ৬৩ টাকা ১ পয়সা। যা শেষ তিন বছরের সর্বোচ্চ। এই অবস্থায় তেল মন্ত্রকের তরফে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে জ্বালানি তেলের উপর শুল্ক কমানোর সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে পেট্রল, ডিজেলকে জিএসটি-র আওতাভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

এদিকে এই মাত্রাছাড়া দাম বাড়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই একহাত নিয়েছেন বিরোধীরা ৷ কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির অভিযোগ, ইউপিএ জমানায় বিশ্ব বাজারে তেল যখন ব্যারেলে ১০৫ ডলার ছিল, তখনও দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম এত আকাশছোঁয়া ছিল না। কিন্তু এখন তার থেকে দর তুলনায় অনেক কম ৷ কিন্তু সেই সুবিধা দেশের মানুষ পাচ্ছেন না ৷ তেলের দাম নিয়ন্ত্রণের বদলে দিন দিন বেড়েই চলেছে ৷ এতে নিজেদের রাজকোষই ভরছে বিজেপি সরকার ৷ দেশের জনতার কোনও লাভ হচ্ছে না ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*