গ্রামীণ ও জেলা হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা বাড়াতে অত্যাধুনিক যন্ত্র কিনছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর

কলকাতাঃ পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ ও জেলা হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা বাড়াতে ১৫০০ কোটি টাকা অত্যাধুনিক যন্ত্র কিনছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। প্রায় ৫০০টির বেশি অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হচ্ছে। মেডিক্যাল কলেজ সহ গ্রামীন হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্র গুলির চিকিৎসা পরিকাঠামোতে গতি আনতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। অনেক গ্রামীন হাসপাতালগুলিতে অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকার ফলে তারা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে রেফার করেন। যার ফলে দিন দিন চাপ বাড়ছে মেডিক্যাল কলেজগুলিতে। তাই গ্রামীণ হাসপাতালগুলিতে আধুনিক যন্ত্রপাতি কিনে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌচ্ছে দিতে চাইছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিও প্রকাশিত করেছে স্বাস্থ্য দপ্তর। শহরের ৫ টি মেডিক্যাল কলেজ ছাড়াও জেলা হাসপাতাল ও গ্রামীণ হাসপাতালগুলিতে ঢেলে সাজাতে এই উদ্যোগ। একেবারে কর্পোরেট ধাঁচে সাজানো হবে শহরের হাসপাতালগুলিকে। নতুন প্রায় ৩০টির বেশি বিভাগে চিকিৎসা পরিষেবায় আরও গতি আনতে এই যন্ত্রপাতি কেনা হচ্ছে। মূলত, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, ইউরো, নেফ্ররোলজি, ব্লাড ব্যাংক, ডিজিটাল এক্সরে সহ একাধিক বিভাগের বিভাগীয় প্রধানদের কী কী যন্ত্রপাতি কেনা হবে তার তালিকা তৈরি করতে বলা হয়েছে।
কী কী যন্ত্রপাতি কেনা হচ্ছে?
আনাস্থেশিয়া বিভাগের জন্য ফ্লেক্সিবেল ভাইবার অপটিক অ্যাডান্টা বায়োস্কপি যন্ত্র, হেমাটোলজি বিভাগের যন্ত্রপাতি, প্যাথলজি বিভাগ এর যন্ত্র, সিটিস্ক্যান এর যন্ত্র, ডিজিটাল এক্স-এর যন্ত্রপাতি, মাইস্ক্রোস্কোপ, রোবায়োটিক সার্জারি সহ একাধিক যন্ত্রপাতি কেনা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিষ ভট্টাচার্য বলেন, “রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবার গ্রামীণ হাসপাতালগুলিতে পরিকাঠামো বৃদ্ধিতে জোর দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন যন্ত্রপাতি কেনার জন্য স্বাস্থ্য দপ্তর একটি পরিকল্পনা করছে। খুব শীঘ্রই নতুন যন্ত্রপাতি এলে গ্রামীন চিকিৎসা পরিষেবায় গতি আসবে। তেমনই রেফার সংখ্যাও কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে ”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*